Tourist Spot Near Kolkata: অল্প সময়ে ঘুরতে চান? বা পিকনিক? ঢুঁ মারুন হাওড়ার কাছে সন্তোষনগর ইকো পার্কে
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
হাতে অল্প সময় থাকলে, মন ভালো করতে ছোট-বড় সকলের পছন্দের ঠিকানা আমতা সন্তোষনগর ইকোপার্ক
advertisement
1/5

মন ভাল করতে, হাতে অল্প সময় থাকলেই ঘুরে আসতে পারেন হাওড়ার এই জায়গায়। শীতের মরশুমে পিকনিকের জন্য আদর্শ।
advertisement
2/5
সবুজ ঘেরা গ্রাম, তার মাঝে সাজানো-গোছানো একটি পার্ক। সকাল থেকে সন্ধ্যা বিভিন্ন গ্রাম থেকে মানুষ সময় কাটাতে আসেন এখানে। সহজ যোগাযোগ ব্যবস্থা আরও বেশি করে মানুষকে পৌঁছে দেয় এই মনোরম পরিবেশে।
advertisement
3/5
কর্মব্যস্ততার মাঝে মানসিক শান্তির খোঁজে এখানে সারাদিন অসংখ্য মানুষ আসেন। প্রকৃতি প্রেমী মানুষের জন্য সেরা ঠিকানা। একই সঙ্গে ছোটদের মন আকৃষ্ট করার অন্যতম কারণ দোলনা- স্লিপের মতো নানা রাইড। আমতা-সহ হাওড়া জেলার মানুষের কাছে আকর্ষণে নতুন নাম 'সন্তোষনগর ইকোপার্ক'।
advertisement
4/5
পার্কের গা ঘেঁষে মান্দারিয়া খাল ও খালের উপর পোল...যেদিকে চোখ যায়, শুধু সবুজ আর সবুজ। এমনিতে সকাল থেকেই মানুষের আনাগোনা লেগে থাকে, তবে দুপুরের পর থেকে ভিড় হয় বেশি।
advertisement
5/5
একেবারে বিনামূল্যে এই পার্কে ঘুরতে পারবেন। নতুন করে সাজানো হয়েছে পার্ক, বসেছে নানা বাতিস্তম্ভ। সন্তোষনগর ইকো পার্ক পৌঁছতে হাওড়া-আমতা শাখার ট্রেন ধরতে হবে। আমতা স্টেশনে নেমে টোটো চেপে পৌঁছে যান পার্কে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Tourist Spot Near Kolkata: অল্প সময়ে ঘুরতে চান? বা পিকনিক? ঢুঁ মারুন হাওড়ার কাছে সন্তোষনগর ইকো পার্কে