Darjeeling Tourism Good News: পরপর টয়ট্রেন! দার্জিলিং-এ এবার বাড়তি মজা! কীভাবে কাটবেন টিকিট, জেনে নিন বিস্তারিত
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Toy Train: ট্রেনে ওঠার আগে যাত্রীদের সমস্ত তথ্য যাচাই করে নিতে বলেছে ডিএইচআর।
advertisement
1/5

গরমের ছুটি কাটাতে প্রচুর পর্যটক এখন পাহাড়ে।পর্যটকদের অতিরিক্ত ভিড় সামাল দিতে বাড়তি জয়রাইড টয়ট্রেন চালাবে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)।
advertisement
2/5
এই মুহূর্তে প্রচুর পর্যটক রয়েছেন পাহাড়ে। তাঁদের অনেকেই টয়ট্রেনের বিষয়ে খোঁজখবর করছেন। সেই চাহিদার কথা মাথায় রেখে আগামী ৩০ জুন পর্যন্ত ঘুম-দার্জিলিং জয়রাইড আরও একটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ডিএইচআর।
advertisement
3/5
ট্রেন নং 02550 (দার্জিলিং – ঘুম - দার্জিলিং) ডিজেল স্পেশাল জয়রাইড দার্জিলিং থেকে দুপুর ৩.৩০ মিনিটে ছাড়বে এবং বিকেল ৪.১৫ মিনিটে ঘুম পৌঁছাবে। ফিরতি যাত্রায় ট্রেনটি ঘুম থেকে ৪.৩৫ মিনিটে ছাড়বে এবং ৫.০৫ মিনিটে দার্জিলিং পৌঁছাবে।
advertisement
4/5
ট্রেনে ৩ টি প্রথম শ্রেণীর চেয়ার কার কোচ থাকবে। দুটি কোচে ৩০ টি এবং একটি কোচে ২৯ টি আসন থাকবে। ট্রেনের ভাড়া আগের মতোই মাথা পিছু ১০০০ টাকা রাখা হয়েছে।
advertisement
5/5
এছাড়া টয় ট্রেন জয়রাইড সম্পর্কে বিশেদে জানতে আইআরসিটিসির ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন সকলে। ট্রেনে ওঠার আগে যাত্রীদের সমস্ত তথ্য যাচাই করে নিতে বলেছে ডিএইচআর।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Darjeeling Tourism Good News: পরপর টয়ট্রেন! দার্জিলিং-এ এবার বাড়তি মজা! কীভাবে কাটবেন টিকিট, জেনে নিন বিস্তারিত