Poila Boishak Tourism Offbeat Destination: ছোট ছুটিতে এখনও সবচেয়ে জনপ্রিয় সমুদ্র পাড়ের অফবিট সস্তার এই ডেস্টিনেশন
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Bengal Tourism: সামনেই রয়েছে ঈদ, তারপরেই শেষ বাংলা বছর। তারপর রয়েছে পয়লা বৈশাখ। এই সময়ে ছুটির দিনগুলিতে আপনার গন্তব্য হোক মৌসুনি দ্বীপ।
advertisement
1/6

সামনেই রয়েছে ইদ, তারপরেই শেষ বাংলা বছর। তারপর রয়েছে পয়লা বৈশাখ। এই সময়ে ছুটির দিনগুলিতে আপনার গন্তব্য হোক মৌসুনি দ্বীপ।
advertisement
2/6
এখন পরিবেশ অনেকটাই গরম। এই গরমে ঘুরে আসুন চারিদিকে দিগন্ত বিস্তৃত সৈকত, বঙ্গোপসাগরের জলরাশির মধ্যে সবুজ ছোট্ট দ্বীপ মৌসুনি দ্বীপে।
advertisement
3/6
নিস্তব্ধ প্রকৃতির মাঝে ছুটি কাটানোর উপযুক্ত ঠিকানা এই দ্বীপ। সোশ্যাল মিডিয়ার দৌলতে গত কয়েক বছরে পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই দ্বীপ।
advertisement
4/6
সমুদ্রের পাশে নির্জনে থাকার অন্যতম সুন্দর জায়গা এটি। দ্বীপে এখনও গড়ে ওঠেনি কংক্রিটের যাত্রী আবাস। এখানে রয়েছে টেন্ট পরিষেবা।
advertisement
5/6
সমুদ্রের পাড়ে রয়েছে বেশ কয়েকটি মাটির কটেজ। এলাকার প্রচলিত খাবার এবং সামুদ্রিক মাছের নানা পদ পাবেন এখানে। নৌকায় চেপে পার্শ্ববর্তী দ্বীপগুলিও ঘুরে দেখতে পারেন আপনি।
advertisement
6/6
মৌসুনী দ্বীপ কলকাতা থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে অবস্থিত। এই দ্বীপটি বেশ নিরিবিলি। নিজের গাড়িতেই যাওয়া যায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Poila Boishak Tourism Offbeat Destination: ছোট ছুটিতে এখনও সবচেয়ে জনপ্রিয় সমুদ্র পাড়ের অফবিট সস্তার এই ডেস্টিনেশন