Toothache: মাঝ রাতে দাঁতের ব্যথায় জেরবার! চটজলদি যন্ত্রণামুক্ত হওয়ার ৭টি টোটকা রইল
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Toothache: কথাতেই আছে, মানুষ দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না। কিন্তু দাঁতের ব্যথা একবার শুরু হলে প্রাণ ওষ্ঠাগত হওয়ার পালা।
advertisement
1/8

কথাতেই আছে, মানুষ দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না। কিন্তু দাঁতের ব্যথা একবার শুরু হলে প্রাণ ওষ্ঠাগত হওয়ার পালা। চিকিৎসকের কাছে তখন না গিয়ে উপায় নেই। কিন্তু রাতে বা মধ্যরাতে অনেক সময়েই জাঁকিয়ে দাঁতে ব্যথা শুরু হয়। তখন চিকিৎসকের কাছে যাওয়ার উপায়ও থাকে না। তখন ঘরের কিছু টোটকাই দাঁতের অসহ্য ব্যথা থেকে মুক্তি দিতে পারে। দেখে নেওয়া যাক এমন কয়েকটি ঘরোয়া টোটকা।
advertisement
2/8
১) রসুন- রসুনের স্বাস্থ্যগুণ যে অপরিসীম তা সকলেরই প্রায় জানা। দাঁতের পক্ষেও এটি খুব ভালো। দাঁতে জমা হওয়া ব্যাকটেরিয়া দূর করতে রসুন সাহায্য করে। রসুন থেঁতো করে নুন দিয়ে ব্যথা দাঁতে রাখলে ব্যথা কমে। দাঁতে চিবোলেও ব্যথা কমে।
advertisement
3/8
২) নুন জল- দাঁতের জন্য নুন জলে কুলকুচি খুবই উপকারী। ইনফেকশন হলে এই টোটকা ব্যবহার করুন। ঘা-ও সারিয়ে তুলতে নুন জল কুলকুচি করতে পারেন। দাঁতের ফাঁকে আটকে থাকা খাদ্যাবশেষ বা টুকরোকে সরাতেও নুন জলে কুলকুচি করতে পারেন।
advertisement
4/8
৩) পেঁয়াজ- পেঁয়াজের রস ব্যথা হওয়া দাঁতে লাগাতে পারেন। অথবা কাঁচা পেঁয়াজ ওই দাঁত দিয়ে চিবোলেও উপকার পাবেন।
advertisement
5/8
৪) লেবু- দাঁতের ব্যথার জন্য লেবুর রস ব্যবহার করতে পারেন টোটকা হিসেবে।
advertisement
6/8
৫) হলুদ- হলুদ অ্যান্টিসেপ্টিক ও অ্যান্টি ইনফ্লেমেটরি হিসেবে পরিচিত। তাই ইনফেকশন বা ব্যথা হলে অনায়াসে লাগাতে পারেন কাঁচা হলুদের রস। অথবা হলুদ বেটে সেই পেস্ট দাঁতের গোড়ায় লাগান।
advertisement
7/8
৬) লবঙ্গ- লবঙ্গ দাঁতের ব্যথার জন্য খুব কার্যকরী। লবঙ্গ তেলে তুলো ভিজিয়ে তা দাঁতের গোড়ায় লাগিয়ে রাখুন। ব্যথার উপশম হবে।
advertisement
8/8
৭) আলু- আলুর রস দাঁতের গোড়ায় লাগান। অথবা আলু কুচি নুন মাখিয়ে ব্যথা দাঁত দিয়ে চিবোন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Toothache: মাঝ রাতে দাঁতের ব্যথায় জেরবার! চটজলদি যন্ত্রণামুক্ত হওয়ার ৭টি টোটকা রইল