Tomato: কাঁচা না রান্না টম্যাটো-কোনটা বেশি উপকারী? ওজন কমবে কী খেলে? জানুন বিশেষজ্ঞের মত
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Tomato: টম্যাটো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভাল। তবে, সকলের মনেই একটা প্রশ্ন থাকে টম্যাটো কাঁচা না রান্না করে কোনটা বেশি উপকারী।
advertisement
1/6

ভারতে প্রায় প্রতিটি রান্নার সময় কম বেশি টম্যাটো ব্যবহার করা হয়। তবে, বহু মানুষ আছেন যারা টম্যাটো কাঁচা খেতেই বেশি পচ্ছন্দ করেন।
advertisement
2/6
টম্যাটো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভাল। তবে, সকলের মনেই একটা প্রশ্ন থাকে টম্যাটো কাঁচা না রান্না করে কোনটা বেশি উপকারী।
advertisement
3/6
বিশেষজ্ঞরা, এই প্রশ্নের উত্তর দিয়েছেন। টম্যাটোতে ভিটামিন সি-এর আছে যা সকলের জন্যই খুবই কার্যকর। ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
advertisement
4/6
তবে, টম্যাটো বেশি রান্না করলে তা কমে যায়। ২ মিনিট তা রান্না করলে ১০ শতাংশ ভিটামিন কমে যায়।
advertisement
5/6
অপরদিকে, টম্যাটোতে লাইকোপেন নামক একটি অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, যা আপনার স্বাস্থ্যকে বিভিন্ন উপায়ে উন্নত করে।
advertisement
6/6
তবে, টম্যাটো ৩০ মিনিট রান্না করলে ১৬৮ শতাংশ বেড়ে যায়। তাই, বিশেষজ্ঞদের মতে টম্যাটো রান্না করে খাওয়া উচিত। যা ওজন কমাতেও সাহায্য করে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Tomato: কাঁচা না রান্না টম্যাটো-কোনটা বেশি উপকারী? ওজন কমবে কী খেলে? জানুন বিশেষজ্ঞের মত