TRENDING:

টোম্যাটোর রস দিয়ে বানান আইস কিউব, চোখের নিমেষে পান ব্রণমুক্ত ঝকঝকে ত্বক

Last Updated:
Tomato ice cube: টোম্যাটোর আইস কিউব তৈরি করে রাখুন ৷ আপনার হাতের কাছেই হাজির থাকবে মুশকিল আসান
advertisement
1/8
টোম্যাটোর রস দিয়ে বানান আইস কিউব, চোখের নিমেষে পান ব্রণমুক্ত ঝকঝকে ত্বক
উজ্জ্বল, ঝকঝকে ত্বক আমাদের সকলের কাম্য ৷ তার জন্য জলের মতো অর্থ ব্যয় করতেও পিছপা হই না ৷ কিন্তু জানেন কি টোম্যাটোর সাহায্যে কয়েক মিনিটেই আপনি পেতে পারেন নিখুঁত ত্বক? ভিটামিন সি-এ ভরপুর টোম্যাটো অবশ্যই রাখুন নিত্য ত্বক যত্নের রুটিনে ৷
advertisement
2/8
টোম্যাটোর আইস কিউব তৈরি করে রাখুন ৷ আপনার হাতের কাছেই হাজির থাকবে মুশকিল আসান ৷ কোলাজেনের যোগান বাড়াতে ত্বকের যত্নে রোজ ব্যবহার করুন টোম্যাটো ৷
advertisement
3/8
অ্যাকনে ও ব্রণর জন্য যে ব্যাকটেরিয়া দায়ী, তা দূর করে টোম্যাটো ৷ এতে থাকা ভিটামিন এ, সি এবং কে অ্যাকনের ব্যাকটেরিয়া নিষ্ক্রিয় করে ৷ ফলে অ্যাকনে দূর হয়ে ত্বক হয়ে ওঠে পরিচ্ছন্ন ৷
advertisement
4/8
অত্যন্ত তৈলাক্ত ত্বকে রোমকূপের ছিদ্রমুখ বড় হয়ে ওপেন পোরস-এর সমস্যা দেখা দেয় ৷ টোম্যাটোর গুণে ত্বক থেকে অতিরিক্ত তেল দূর হয়ে োপেন পোরসের সমস্যা কমে যায় ৷
advertisement
5/8
টোম্যাটো খুব ভাল ব্লিচিং উপাদান ৷ টোম্যাটোর আইস কিউব রোমকূপের ছিদ্রমুখ খুলে ত্বক উজ্জ্বল করে তোলে ৷
advertisement
6/8
টোম্যাটোতে থাকা লাইকোপেন ত্বক থেকে কালো দাগ দূর করে ৷ এতে থাকা অ্যাস্ট্রিন্টেজেন্ট কালো দাগছোপ মুছে ত্বক উজ্জ্বল করে তোলে ৷
advertisement
7/8
চোখের নীচে ফুলে গেলে বা ডার্ক সার্কল থাকলে সেখানেও টোম্যাটোর আইসকিউব দিতে পারেন ৷ ২-৩ মিনিট টোম্যাটো আইসকিউব ঘষলে চোখের চারপাশে ঘষলে ত্বক ঝলমল করে উঠবে ৷
advertisement
8/8
টোম্যাটোর রস বার করে নিয়ে আইস ট্রেতে জমিয়ে তৈরি করুন টোম্যাটো আইসকিউব ৷ তার পর ব্যবহার করুন দরকারমতো৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
টোম্যাটোর রস দিয়ে বানান আইস কিউব, চোখের নিমেষে পান ব্রণমুক্ত ঝকঝকে ত্বক
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল