Tomato Health Benefits: রোজ একটা টম্যাটো খেলে কি হবে জানেন? চিকিৎসকের মত জানলে চমকে যাবেন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
Tomato Health Benefits: মাত্র একটা টম্যাটো বদলে দিতে পারে আপনার শরীরকে! বহু রোগ দূরে রাখে! সেই সঙ্গে চুল থেকে ত্বকের নানা সমস্যায় দারুণ কাজের! জানুন
advertisement
1/6

কথায় বলে রোজ একটা করে টম্যাটো খেলে ডাক্তারের আর প্রয়োজন হয় না। টম্যাটো পুষ্টিগুণে সমৃদ্ধ একটি সবজি । এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, কে এবং পটাসিয়াম। সর্দি কাশি প্রতিরোধে টম্যাটো বেশ কার্যকর । এছাড়াও একাধিক জটিল রোগ দূরে রাখার কাজেও এইসব উপাদানের বিশেষ ভূমিকা রয়েছে ।
advertisement
2/6
বিশিষ্ট চিকিৎসক ডক্টর রঞ্জন দাস জানান, যাদের ওজন কম তারা যদি খাওয়া-দাওয়ার সঙ্গে প্রতিদিন নিয়ম করে একটি পাকা টম্যাটো খান ওজন নিশ্চয়ই বাড়বে!
advertisement
3/6
ফ্যাকাশে রক্তহীন চেহারার ব্যক্তিদের প্রতিদিন নিয়মিত একটি পাকা টম্যাটো খাওয়া উচিত। এতে রঙে জৌলুস আসবে ও রক্তকণিকা বাড়বে।
advertisement
4/6
টম্যাটো বায়ু নাশক, পেটের ভেতরের জমা বায়ু নিঃসরিত করে দিয়ে পেট হালকা করে। এছাড়া টম্যাটো টুকরো করে কেটে আদা গুঁড়ো ও লবণ মিশিয়ে খেলে খিদে না পাওয়া ভাব ও অরুচি দূর হয়।
advertisement
5/6
সকালবেলা ও সন্ধেবেলা পাকা টম্যাটোর রস খেলে ত্বকের উপর লাল চাকা চাকা দাগ হওয়া, ত্বকের শুষ্কতা, ত্বকের উপর ছোট ছোট ফুসকুড়ি হওয়া ইত্যাদি থেকে রক্ষা পাওয়া যায়।।
advertisement
6/6
এছাড়াও মাথার খুশকিতে নারকেল তেলের সঙ্গে এক কাপ টম্যাটোর রস মিশিয়ে মালিশ করলে উপকার পাওয়া যায়। তাই শীত হোক কিংবা গ্রীষ্ম রোজ পাতে রাখুন টম্যাটো। (তথ্য পিয়া গুপ্তা)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Tomato Health Benefits: রোজ একটা টম্যাটো খেলে কি হবে জানেন? চিকিৎসকের মত জানলে চমকে যাবেন