Toilet Flush Tank Leak Fix: কমোড থেকে টপটপ করে ক্রমাগত জল বের হচ্ছে? মাত্র ২ মিনিটে ঠিক করুন! প্লাম্বার ডাকতে হবে না...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Toilet Flush Tank Leak Fix: বাথরুমের ফ্লাশ ট্যাঙ্ক থেকে যদি জল পড়ে তাহলে এই ২ মিনিটের সহজ টিপস আপনার অনেক উপকারে আসবে। এতে প্লাম্বার ডাকতে হবে না, সময় ও টাকা দুইই বাঁচবে, কীভাবে কী কী করতে হবে জানুন...
advertisement
1/8

ফ্লাশ ট্যাঙ্ক থেকে জল পড়া একটি সাধারণ সমস্যা হলেও অনেকেই এটাকে বড় ঝামেলা ভেবে বসেন। কমোডের নিচে যদি প্রতিনিয়ত জল পড়ে, তাহলে তা শুধু জল নষ্ট করে না, বরং আপনার দৈনন্দিন জীবনের জন্য একটা বিরক্তির কারণও হয়ে দাঁড়ায়। কারণ প্রয়োজনের সময় ফ্লাশে জল পাওয়া যায় না। তবে ভয় পাবেন না, মাত্র ২ মিনিটেই আপনি নিজেই এটি সারিয়ে ফেলতে পারবেন, প্লাম্বার ডাকার প্রয়োজন নেই।
advertisement
2/8
প্রথমে বোঝা দরকার সমস্যা কোথায় হচ্ছে। অনেক সময় দেখা যায়, ফ্লাশ দেওয়ার আগেই ট্যাঙ্কের সব জল কমোডে চলে যায়। এর মানে ট্যাঙ্ক থেকে ধীরে ধীরে জল লিক হয়ে নিচে পড়ছে, ফলে ফ্লাশের সময় ট্যাঙ্কে আর জল থাকছে না।
advertisement
3/8
এই সমস্যা সমাধানে প্রথমে ফ্লাশ ট্যাঙ্কের ঢাকনাটি খুলে ফেলুন। ঢাকনার নিচে একটি প্লাস্টিকের মেশিন থাকবে যা ফ্লাশ কন্ট্রোল করে। এটি আপনি আলতো হাতে খুলে নিতে পারেন।
advertisement
4/8
মেশিনটির নিচের অংশে একটি রাবারের ওয়াশার (চাপ বসানো রিং) থাকে। এই ওয়াশার যদি পুরনো বা নোংরা হয়ে যায়, তাহলে সেটি ঠিকভাবে বন্ধ না হওয়ায় জল ফাঁস হতে থাকে।
advertisement
5/8
যদি ওয়াশারটি কেবলমাত্র নোংরা হয়ে থাকে, তাহলে সেটিকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। কিন্তু যদি সেটা ফেটে গিয়ে থাকে, তাহলে কাছাকাছি কোনও হার্ডওয়্যার দোকান থেকে নতুন ওয়াশার কিনে সেটি লাগিয়ে দিন। এটি খুব সস্তা এবং সহজলভ্য।
advertisement
6/8
ওয়াশার বসানো জায়গাটি পরিষ্কার করুন। কাপড় দিয়ে ভালোভাবে মুছে পুরনো ধুলো বা আবর্জনা সরিয়ে নিন। এতে নতুন ওয়াশার ভালোভাবে সেট হবে।
advertisement
7/8
এরপর মেশিনটি আবার ঠিকভাবে বসিয়ে দিন এবং ফ্লাশ চেপে পরীক্ষা করুন। দেখবেন ফাঁস একেবারে বন্ধ হয়ে গেছে। এই সহজ উপায়ে আপনি বড়সড় সমস্যা মাত্র ২ মিনিটে সমাধান করে ফেলতে পারবেন।
advertisement
8/8
ভবিষ্যতে ফ্লাশ ট্যাঙ্কে সমস্যা না হোক, তার জন্য প্রতি সপ্তাহে এক চা চামচ বেকিং সোডা ট্যাঙ্কে দিয়ে দিন। এটি ট্যাঙ্কে জমে থাকা আবর্জনা দূর করবে এবং ওয়াশার দীর্ঘদিন ভালো থাকবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Toilet Flush Tank Leak Fix: কমোড থেকে টপটপ করে ক্রমাগত জল বের হচ্ছে? মাত্র ২ মিনিটে ঠিক করুন! প্লাম্বার ডাকতে হবে না...