Toilet Commode Cleaning Tips: খরচ হবে না ১ টাকাও! করবে না ঘেন্নাও... কমোড পরিষ্কারের দারুণ উপায় জেনে নিন, চকচক করবে টয়লেট, সুগন্ধে ভরপুর!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Toilet Commode Cleaning Tips: টয়লেট কমোড পরিষ্কার করার পদ্ধতি বা বাথরুম পরিষ্কারের ঘরোয়া উপায় জেনে নিন এখানে। কমোড এমনভাবে পরিষ্কার করতে হবে যাতে সব জীবাণু মারা যায়।
advertisement
1/10

বাড়িতে হোক বা অফিসে, টয়লেট সবচেয়ে বেশি ব্যবহার করা হয় দিনে। একাধিক মানুষ সারাদিনে বেশ কয়েকবার ওয়াশরুমে যায়। একই ওয়াশরুম ব্যবহার করে অনেকে। ফলে নোংরা হতে বিশেষ সময় নেয় না।
advertisement
2/10
সবার আগে নজর দেওয়া উচিত কমোডের দিকে। সেখানে ময়লা দ্রুত জমে। কেউ মাসে একবার এবং কেউ সপ্তাহে একবার টয়লেট পরিষ্কার করে। এর জন্য আপনাকে অবশ্যই বিভিন্ন ধরনের টয়লেট ক্লিনার ব্যবহার করতে হবে।
advertisement
3/10
সময়ের অভাবে অনেক সময় দ্রুত পরিষ্কার করতে হয়। নোংরা টয়লেট রোগের আবাসস্থল। সপ্তাহে দু’তিনবার কমোড পরিষ্কার করার পর্যাপ্ত সময় না থাকলে চিন্তা করবেন না। এমন একটি সহজ টয়লেট ক্লিনিং উপায় বলা হবে, যার ফলে বারবার টয়লেট পরিষ্কার করতে হবে না।
advertisement
4/10
টয়লেট কমোড পরিষ্কার করার পদ্ধতি বা বাথরুম পরিষ্কারের ঘরোয়া উপায় জেনে নিন এখানে। কমোড এমনভাবে পরিষ্কার করতে হবে যাতে সব জীবাণু মারা যায়।
advertisement
5/10
আপনি যদি চান আপনার বাথরুমের কমোডটি সর্বদা পরিষ্কার থাকুক, চকচক করুক এবং আপনি যদি ঘনঘন পরিষ্কার করতে না চান, তাহলে এখানে তার উপায় বলা হল। যা ঘেন্নার উদ্রেক করবে না।
advertisement
6/10
ফ্লাশিং ট্যাঙ্কে শুধু একটি জিনিস ফেলে দিতে হবে। এই কৌশলটি ব্যবহার করে দেখতে পারেন। এর জন্য আপনাকে কিছু জিনিস রাখতে হবে। আপনার বাড়িতে নিশ্চয়ই মেয়াদ উত্তীর্ণ ওষুধ পড়ে রয়েছে। সেগুলি এবার কাজে লাগান। সঙ্গে লাগবে স্নানের সাবান এবং কস্টিক সোডা।
advertisement
7/10
প্রথমে ১০-১২টি ওষুধ নিয়ে নিন। ভাল করে পিষে গুঁড়ো করে নিন। স্নানের সাবানটি ছোট ছোট টুকরো করে কেটে নিন। এবার মিক্সারে সাবান, ওষুধের গুঁড়ো এবং কস্টিক সোডা দিন। ভাল করে পিষে নিন। হালকা জল দিন যাতে ছোট ছোট বল তৈরি করা যায়। এই মিশ্রণ থেকে অনেকগুলি ট্যাবলেট তৈরি করুন এবং একটি বাক্সে রাখুন।
advertisement
8/10
এবার বড়িগুলিকে কীভাবে ব্যবহার করবেন দেখুন। বড়ি তৈরি হয়ে গেলে টয়লেটের পাত্রের ফ্লাশ ট্যাঙ্কে রাখুন। এর জন্য প্রতিদিন মাত্র এক বা দু’টি বড়ি ফেলে দিন। টয়লেট ব্যবহারের পর যখনই ফ্লাশ করবেন, শুধু সুগন্ধই ছড়াবে না, পাত্রে আটকে থাকা ময়লা ও জীবাণুও দূর হবে।
advertisement
9/10
এই তিনটি উপাদান থেকে তৈরি এই ট্যাবলেট জলে মিশে যাবে এবং কমোড পরিষ্কার রাখবে। এবার আপনি মাঝে মাঝে কোনও টয়লেট ক্লিনার ব্যবহার না করে শুধু ব্রাশ চালিয়ে দেখুন। চট করে পরিষ্কার হয়ে যাবে।
advertisement
10/10
চাইলে মাসে দুই থেকে তিনবার ক্লিনার ব্যবহার করলেই যথেষ্ট হবে। আপনার টাকাও সাশ্রয় হবে, কারণ এর খরচ বেশি হবে না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Toilet Commode Cleaning Tips: খরচ হবে না ১ টাকাও! করবে না ঘেন্নাও... কমোড পরিষ্কারের দারুণ উপায় জেনে নিন, চকচক করবে টয়লেট, সুগন্ধে ভরপুর!