TRENDING:

করোনার কৃপা ! বিশ্বজুড়ে কমেছে ধুমপান ! বহু মানুষ ছেড়েছেন তামাক...

Last Updated:
একটা বছর কী ভাবে যেন বদলে ফেলল সব চেনা হিসেব-নিকেশ। সবাই যেন দিন গুনছি কবে শেষ হয় বছরটা !
advertisement
1/7
করোনার কৃপা ! বিশ্বজুড়ে কমেছে ধুমপান ! বহু মানুষ ছেড়েছেন তামাক...
২০২০! চোখের সামনে এই ক'টা সংখ্যা পর পর বসলেই এখন ছ্যাঁত করে ওঠে বুকটা। একটা বছর কী ভাবে যেন বদলে ফেলল সব চেনা হিসেব-নিকেশ। সবাই যেন দিন গুনছি কবে শেষ হয় বছরটা!photo source collected
advertisement
2/7
তা বলে করোনা কবলিত এই ২০২০-র কি কিছুই ভালো দিক নেই? আশাব্যঞ্জক কিছুই কি নিয়ে আসেনি এই বছর? এমনটা তো হওয়ার কথা নয়। প্রাকৃতিক নিয়মেই সব কিছুর একটা ইতিবাচক আর একটা নেতিবাচক দিক থাকতে বাধ্য। তা হলে?photo source collected
advertisement
3/7
সাম্প্রতিক এক সমীক্ষা কিন্তু সেই ভালো খবরই এনে দিয়েছে বিশ্ববাসীকে। সেই সমীক্ষা বলছে ২০২০- এই একটা বছর না কি সারা পৃথিবী জুড়েই কমিয়ে ফেলেছে ধূমপানের হার, যা জানার পর নিঃসন্দেহে মন ভালো হয়ে যায়।photo source collected
advertisement
4/7
ইউসিএল স্মোকিং টুলকিট স্টাডি বলছে, বছরভর আদতে সামাজিক মেলামেশা বন্ধ ছিল। বন্ধ ছিল দোকানপাট যা হাতের কাছে তামাক সরবরাহের পথেও কাঁটা বিছিয়ে দিয়েছিল। তা ছাড়া করোনা আতঙ্কে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও মানুষ না কি এক ধাক্কায় কমিয়ে ফেলেছে ধূমপানের পরিমাণ। ফ্রান্স, ব্রিটেনের ধূমপানকারীর সংখ্যা তাই এক লাফে অনেকটা কমে এসেছে বলেই জানিয়েছে সমীক্ষাকারী সংস্থা।photo source collected
advertisement
5/7
ধূমপান ছাড়তে চেয়েছেন এমন মানুষের হার ২০১৯-এ ছিল ১৮.২ শতাংশ। তা ২০২০ তে এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ২৩.২ শতাংশ। ২০০৭ থেকে এই সংক্রান্ত সমীক্ষা চালিয়ে আসা প্রতিনিধিরা জানিয়েছেন ধূমপান ছাড়তে চাওয়া মানুষের সংখ্যা এই বছরেই সর্বোচ্চ।photo source collected
advertisement
6/7
সমীক্ষাকারীরা জানিয়েছেন অতিমারীর আবহে ব্রিটেনে ১০ লক্ষ মানুষ ধূমপান ছেড়েছেন। বিশেষজ্ঞরা বলছেন ধূমপান বিরোধী প্রচারের চেয়েও বেশি কাজ দিয়েছে বিশ্বজুড়ে করোনার প্রাদুর্ভাবের বিষয়টি। এমনিতেই চলতি বছরের মার্চ মাস থেকেই সাধারণ জনজীবন থেমে ছিল লকডাউনের জন্য। সামাজিক মেলামেশা অনেক কম হয়েছে, ঘরের বাইরে মানুষের গতিবিধি নিয়ন্ত্রিত হয়েছে এবং মানুষ বেশি স্বাস্থ্য সচেতন হয়েছে।photo source collected
advertisement
7/7
তবে পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে গেলেও ধূমপান বিরোধী সচেতনতামূলক প্রচার বন্ধ করা হবে না বলে জানিয়েছে ব্রিটেনের একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা। তেমনই এক সংস্থার উদ্যোগ 'স্টপটোবর'। অক্টোবর মাসের ২৮ দিন সবাইকে ধূমপান না করার জন্য উৎসাহ দিয়ে থাকেন তাঁরা। ফ্রান্সের একটি সংস্থাও নভেম্বর মাসে ওই একই উদ্যোগ নিয়ে থাকে। গত বছর ২ লক্ষ মানুষ যাতে অংশগ্রহণ করেছিলেন।photo source collected
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
করোনার কৃপা ! বিশ্বজুড়ে কমেছে ধুমপান ! বহু মানুষ ছেড়েছেন তামাক...
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল