TRENDING:

দীপাবলিতে আতসবাজির ধোঁয়ায় চুলের দফারফা হতে পারে, জানুন চুলের যত্নের সহজ উপায়

Last Updated:
Saving hair form smoke : ডার্মাটোলজিস্ট অভিষেক পিলানি জানিয়েছেন ধোঁয়া ও দূষণ থেকে চুলের অত্যন্ত ক্ষতি হয়৷ জানিয়েছেন অয়েল ক্যাপসুল ও কোলাজেন এ সময় চুলের যত্নে উপকারী৷
advertisement
1/9
দীপাবলিতে আতসবাজির ধোঁয়ায় চুলের দফারফা হতে পারে, জানুন সহজ উপায়
কালীপুজো বা দীপাবলি মানেই আতসবাজি৷ যে রকমই বাজি হোক না কেন, বাতাসে কিছু পরিমাণ ধোঁয়া মিশবেই৷ এই ধোঁয়া ও ধূলিকণা একসঙ্গে মিশে গিয়ে দূষণের অংশ হয়ে দাঁড়ায়৷ ফলে সেটা চুলের জন্য খুবই ক্ষতিকর৷ দীপাবলির সময় কী করে চুলের যত্ন নেবেন? জানুন এখনই৷
advertisement
2/9
ডার্মাটোলজিস্ট অভিষেক পিলানি জানিয়েছেন ধোঁয়া ও দূষণ থেকে চুলের অত্যন্ত ক্ষতি হয়৷ জানিয়েছেন অয়েল ক্যাপসুল ও কোলাজেন এ সময় চুলের যত্নে উপকারী৷
advertisement
3/9
ধোঁয়ার হাত থেকে চুলের রাশি রক্ষা করতে ব্যবহার করুন সালফেটমুক্ত শ্যাম্পু এবং কন্ডিশনার৷ এতে স্ক্যাল্প পরিষ্কার থাকবে৷ চুলও ভাল থাকবে৷
advertisement
4/9
উষ্ণ তেল মাসাজ করুন চুল ও স্ক্যাল্পে৷ এতে চুলের আর্দ্রতা ধরে রাখবে৷ নতুন চুলও গজাবে৷
advertisement
5/9
রাইস ওয়াটারের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে হেয়ারপ্যাক বানান৷ এতে হেয়ারপ্রোটিন ধরে রাখবে৷ হেয়ার ফলিকলস মজবুত হবে৷
advertisement
6/9
স্ক্যাল্পে দিন হেয়ার সিরাম৷ এতে চুলের সমস্যা দূর হবে৷ হিট স্টাইলিংয়ের প্রভাব থেকে রক্ষা করবে চুলের গোড়াকে৷
advertisement
7/9
সবুজ শাকসব্জি, বেরিজাতীয় ফল-সহ অ্যান্টি অক্সিড্যান্ট খাবার রাখুন ডায়েটে৷ প্রচুর পরিমাণে জলও পান করুন ৷
advertisement
8/9
এই টোটকাগুলি কতটা কার্যকর হবে, তা নির্ভর করে চুলের ধরনের উপর৷ তাছাড়া চুলের উপর বিভিন্ন জিনিসের পার্শ্ব প্রতিক্রিয়াও থাকে৷ তাই কোনও রূপটান বা টোটকা অনুসরণ করার আগে বিশেষজ্ঞের সঙ্গে অবশ্যই কথা বলুন৷
advertisement
9/9
এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
দীপাবলিতে আতসবাজির ধোঁয়ায় চুলের দফারফা হতে পারে, জানুন চুলের যত্নের সহজ উপায়
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল