TRENDING:

স্ট্রেটনিং-এই লুকিয়ে মারণ রোগ? আয়ুর্বেদ চিকিৎসক জানাচ্ছেন নিখুঁত চুলের সহজ ঘরোয়া উপায়

Last Updated:
Hair care: ডিম্পলের কথায়, আমাদের শরীরে ত্বক হল লার্জেস্ট ব্রিদিং অর্গান৷ যা এর উপর দেওয়া হয়, তা শোষণ করে নেয় ত্বক৷ ফলে গভীর বিপদ হতে পারে বলে মত এই আয়ুর্বেদ বিশেষজ্ঞের৷
advertisement
1/7
স্ট্রেটনিং-এই লুকিয়ে মারণরোগ? আয়ুর্বেদ চিকিৎসক জানাচ্ছেন নিখুঁত চুলের সহজ উপায়
স্ট্রেটনিং এখন হালফ্যাশন৷ তরুণী থেকে মধ্যবয়সিনী, পার্লারে গিয়ে স্ট্রেট করাচ্ছেন তাঁর এক ঢাল চুলের রাশি৷ কিন্তু সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে মারণ রোগের বীজ৷ সতর্ক করেছেন আয়ুর্বেদ চিকিৎসক ডিম্পল জাংড়া৷ এই মর্মে একটি ভিডিও পোস্ট করেছেন এই আয়ুর্বেদ বিশেষজ্ঞ৷ সেখানে বলেছেন হেয়ার স্ট্রেটনিং কেমিক্যাল বর্জন করে ব্যবহার করা উচিত প্রাকৃতিক উপাদান৷
advertisement
2/7
ডিম্পলের মত, ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের সাম্প্রতিক গবেষণা বলছে, হেয়ার স্ট্রেটনিং-এর জন্য যে রাসায়নিক ব্যবহার করা হয় তার থেকে ইউটেরাইন ক্যানসার হতে পারে৷ ডিম্পলের কথায়, আমাদের শরীরে ত্বক হল লার্জেস্ট ব্রিদিং অর্গান৷ যা এর উপর দেওয়া হয়, তা শোষণ করে নেয় ত্বক৷ ফলে গভীর বিপদ হতে পারে বলে মত এই আয়ুর্বেদ বিশেষজ্ঞের৷
advertisement
3/7
রাসায়নিকের তুলনায় ডিম্পল বরং মত দিয়েছেন ঘরোয়া উপাদান ব্যবহারের দিকে৷ তাঁর মতে, যে সব নিরামিষ জিনিস আমরা খাই বা রান্নার উপকরণ হিসেবে ব্যবহার করি, তার অধিকাংশই ব্যবহার করা যায় ত্বকচর্চায়৷ কিন্তু অর্গ্যানিকের বদলে রাসায়নিকের দিকে পাল্লা ভারী হলেই বিপদ, মত ডিম্পলের৷
advertisement
4/7
ইনস্টাগ্রাম পোস্টে বেশ কিছু ঘরোয়া উপায়ের কথাও বলেছেন তিনি৷ আয়ুর্বেদিক বিশেষজ্ঞ ডিম্পল প্রথমেই বলেছেন বাটারমিল্কের কথা৷ তাঁর মতে এতে ব্যাকটেরিয়াল এনজাইম থাকার ফলে স্ক্যাল্প পরিষ্কার রেখে চুল মোলায়েম থাকে৷
advertisement
5/7
রাইস ওয়াটারও চুলের জন্য ভাল বলে মত ডিম্পলের৷ তার জন্য চুলে ও স্ক্যাল্পে রাইস ওয়াটার লাগিয়ে অপেক্ষা করতে হবে ২০ মিনিট৷ তার পর উষ্ণ জলে ধুয়ে নিতে হবে৷ সপ্তাহে এক বার করলেও চুলের ঔজ্বল্য আসবে চোখে পড়ার মতো৷
advertisement
6/7
রাতভর মেথি ভিজিয়ে রাখুন৷ সকালে ভেজানো মেথির সঙ্গে ব্লেন্ড করুন টক দই৷ এই মিশ্রণ ব্যবহার করুন শ্যাম্পু বা হেয়ারমাস্ক হিসেবে৷ এতে চুলের পুষ্টিসাধন হবে৷ স্বাভাবিক ভাবেই স্ট্রেট হবে চুল৷ শুষ্কতা দূর হয়ে চুলে আর্দ্রতা বজায় থাকবে৷
advertisement
7/7
কোনও উপাদান থেকে অ্যালার্জি বা অন্যান্য সমস্যা দেখা দিলে যোগাযোগ করতে হবে বিশেষজ্ঞের সঙ্গে৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
স্ট্রেটনিং-এই লুকিয়ে মারণ রোগ? আয়ুর্বেদ চিকিৎসক জানাচ্ছেন নিখুঁত চুলের সহজ ঘরোয়া উপায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল