স্ত্রী লম্বা বলে সঙ্কোচে ভোগেন? আপনার জন্য রইল কিছু টিপস
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Lifestyle Tips: সামাজিক মান্যতা সব সময় যেন নির্দেশ করে দিয়েছে স্বামী-স্ত্রীর মধ্যে স্বামীকে, প্রেমিক-প্রেমিকার মধ্যে প্রেমিককেই লম্বা হতে হবে। নয়তো চক্ষুলজ্জা আর হীনমন্ম্যতা যেন কোথা থেকে এসে মনের মধ্যে বসে পড়ে
advertisement
1/6

যুক্তি কিছু নেই। কিন্তু সামাজিক মান্যতা সব সময় যেন নির্দেশ করে দিয়েছে স্বামী-স্ত্রীর মধ্যে স্বামীকে, প্রেমিক-প্রেমিকার মধ্যে প্রেমিককেই লম্বা হতে হবে। নয়তো চক্ষুলজ্জা আর হীনমন্ম্যতা যেন কোথা থেকে এসে মনের মধ্যে বসে পড়ে।
advertisement
2/6
আপনার স্ত্রী বা প্রেমিকা যদি লম্বা হন, তাহলে পোশাকের বিষয়ে খেয়াল দিন। এমন পোশাক পরবেন না, যাতে আপনাকে দেখতে বেঁটে লাগে। ডোরাকাটা পোশাক পরলে লম্বালম্বি স্ট্রাইপস পরুন।
advertisement
3/6
নিজের চেহারাকে দোষারোপ করা বন্ধ করুন। মনে রাখবেন পৃথিবীতে কম উচ্চতার চূড়ান্ত সফল পুরুষের অভাব নেই। তাছাড়া বডি শেমিং ইদানীং চরম নিন্দনীয়।
advertisement
4/6
আপনিও কাউকে চেহারার মাপকাঠিতে বিচার করবেন না। বরং গুরুত্ব দিন তাঁর ব্যক্তিত্বের উপর। দেখবেন চেহারা নিয়ে অভিযোগ আপনার মনেও থাকবে না
advertisement
5/6
প্রেমিকা বা স্ত্রীর থেকে উচ্চতা কম হলে অনেকেই তাঁদের সঙ্গে বাইরে বেরনো থেকে বিরত থাকেন। এটা কখনওই করবে না। বরং আরও বেশি করে তাঁদের পাশে হাঁটুন। মন থেকে সঙ্কোচ দূর করার এটাই সেরা উপায়।
advertisement
6/6
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।