নিত্য ঝগড়ায় বিষিয়ে উঠেছে বিবাহিত জীবন? আপনার জন্য রইল কিছু টিপস
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Relationship: কলহের কিছু ব্যাকরণও আছে। যেগুলি মেনে চলার চেষ্টা করুন। এতে ঝগড়ার তীব্রতা ও আধিক্য দুই-ই কমবে।
advertisement
1/6

ঝগড়া ছাড়া প্রেম বা দাম্পত্য যেন সোনার পাথরবাটি। ঝগড়া মানেই শুধু কথা কাটাকাটি নয়। এর সঙ্গে জড়িয়ে থাকে একে অন্যকে অসম্মান ও অপমান করার পর্বও। তাই ঝগড়া যত বাড়ে তত তিক্ত হয়ে ওঠে সম্পর্ক। যোগাযোগের অভাব ঝগড়ার বড় কারণ। তবে কলহের কিছু ব্যাকরণও আছে। যেগুলি মেনে চলার চেষ্টা করুন। এতে ঝগড়ার তীব্রতা ও আধিক্য দুই-ই কমবে।
advertisement
2/6
যতই ঘনিষ্ঠতা থাকুক না কেন, প্রত্যেক সম্পর্কেই একটা সীমারেখা বা লক্ষণরেখা আছে। সেটা কারওরই অতিক্রম করা ঠিক নয়। তাই আপনার সঙ্গী যদি অপমান করেন আপনাকে বা অযথা তুচ্ছ তাচ্ছিল্য করে, তাহলে তখনই প্রতিবাদ করুন। আপনি পাল্টা উত্তর না দিয়ে ঝগড়া থামিয়ে দিন। সে মুহূর্তে কথা বলা বন্ধ করে দিন।
advertisement
3/6
অনেক সময় ছোটখাটো ঘটনাও জটিল আকার নিয়ে ঝগড়ার চেহারা নেয়। তাই সমস্যার শিকড়ে গিয়ে বোঝার চেষ্টা করুন। অযথা সামান্য কারণে চেচামেচি না করে ঠান্ডা মাথায় কথা বলুন। চেষ্টা করুন আলোচনায় সমস্যার সুরাহা করতে।
advertisement
4/6
ঝগড়া হলেই আমরা জেতার চেষ্টা করি। এটাই ভাবি যে সঙ্গী চুপ করে গেলেন মানেই আপনার জয় নয়। বা আপনি থেমে গেলেই সঙ্গী জিতে গেলেন, সেরকমও নয়। কোনও সমাধান না মিললে বিতন্ডা থেকে বিরত হওয়াই ভাল।
advertisement
5/6
ইগো যদি সম্পর্ক থেকে বড় হয়ে ওঠে তাহলে বিপদ সঙ্কেত। ভুল হলে তা স্বীকার করুন। দরকারে দুঃখপ্রকাশ করুন। এতে আপনি হেরেও গেলেন না। সঙ্গীর কাছে ছোটও হয়ে গেলেন না। সঙ্গীর ঘাড়ে দোষ না চাপিয়ে দিয়ে দায়িত্ব নিতে শিখুন।
advertisement
6/6
মনমেজাজ খারাপ থাকলে বাকবিতণ্ডার মধ্যে যাবেন না। সে সময়টা বরং চুপচাপ একা থাকুন। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সমস্যার সমাধানে কথা বলুন।