TRENDING:

Signs of Sexual Abuse in Children: আপনার সন্তান কি ঘন ঘন বিছানায় প্রস্রাব করে ফেলছে? যৌন নিগ্রহের শিকার হচ্ছে কিনা জানুন

Last Updated:
কীভাবে বুঝবেন আপনার শিশু এর শিকার কিনা? (Signs of Sexual Abuse in Children)
advertisement
1/6
আপনার সন্তান কি ঘন ঘন বিছানায় প্রস্রাব করে ফেলছে? যৌন নিগ্রহের শিকার কিনা জানুন
শিশুদের যৌন হেনস্থা সমাজের খুব বড় সমস্যা। ওরা সব কথা বলে বোঝাতে পারে না, বুঝতেও পারে না। বিকৃত যৌন লালসার শিকার হলে তা বুঝিয়ে বলা এমনিতেই কঠিন। কারণ শিশুরা বিষয়টি নিজেরাই ঠিক মতো বুঝতে পারে না। ফলে অধিকাংশ ক্ষেত্রেই যৌন হিংসার শিকার হলেও শিশুদের পক্ষে তা বলে ওঠা সম্ভব হয় না। কিন্তু মানসিক ও শারীরিক ভাবে এর পরিণাম হতে পারে মারাত্মক। তাই শিশুদের মনের কথা বুঝতে অভিভাবকদের ভূমিকা হয়ে ওঠে খুবই গুরুত্বপূর্ণ। শারীরিক নিগ্রহ ছাড়াও শিশুদের সামনে যৌনাঙ্গের উন্মোচন, শিশুদের অশ্লীল ছবি চালাচালি করা থেকে যৌন ইঙ্গিতপূর্ণ আচার-আচরণ করা, সবই কিন্তু যৌন নিগ্রহ। কীভাবে বুঝবেন আপনার শিশু এর শিকার কিনা? (Signs of Sexual Abuse in Children)
advertisement
2/6
যৌন নিগ্রহের শিকার হতে হলে মানসিক ভাবেও তীব্র ক্ষতিকর প্রভাব পড়ে শিশুদের উপর। সন্তানের আচমকা চুপচাপ হয়ে যাওয়া, বাবা-মাকে ছাড়া কোথাও থাকতে না চাওয়া। বাড়িতে একা একা দীর্ঘ ক্ষণ শুয়েবসে থাকা, কিছু বিশেষ আত্মীয় পরিজনদের কাছে না যেতে চাওয়া একেবারেই ভালো লক্ষণ নয়।
advertisement
3/6
যদি কোনও যৌন রোগের লক্ষণ দেখা যায় শিশুর শরীরে, তা হলে অবশ্যই সতর্ক হতে হবে। যৌন নিগ্রহের শিকার হলে শরীরে একাধিক লক্ষণ দেখা দিতে পারে। যৌন রোগ ছাড়াও শরীরে কালশিটে, কেটে-ছড়ে যাওয়া, অযাচিত নখের আঁচড় কিংবা জামাকাপড় বা বিছানার চাদরে রক্তের দাগ যৌন নিগ্রহের লক্ষণ।
advertisement
4/6
অনেক ক্ষেত্রেই দেখা যায় যৌন নিগ্রহের শিকার হলে শিশুরা ঘুমের মধ্যে বিছানাতেই প্রস্রাব করে ফেলে। হঠাৎ বুড়ো আঙুল চোষা, দাঁত দিয়ে নখ কাটার মতো লক্ষণও দেখা যায় অনেক ক্ষেত্রে।
advertisement
5/6
চঞ্চল সন্তান যদি হঠাৎ শান্ত ও নিস্তেজ হয়ে যায়, কথা শুনতে শুরু করে, তা হলেও সতর্ক হতে হবে তৎক্ষণাৎ। যদি খুদেরা হঠাৎ মা-বাবার সামনে পোশাক বদলাতে কিংবা স্নান করতে সঙ্কোচ বোধ করে, তা হলেও সতর্ক হতে হবে অভিভাবকদের। মনে রাখবেন অধিকাংশ ক্ষেত্রেই শিশুদের যৌন নিগ্রহের পিছনে হাত থাকে পরিচিত কোনও মানুষেরই। কাজেই মন দিয়ে বোঝার চেষ্টা করুন শিশুদের কথা। শৈশবের ভ্রান্তি বলে এড়িয়ে গেলে ঘটতে পারে মারাত্মক বিপদ।
advertisement
6/6
শিশুদের পক্ষে নিগ্রহ বুঝে ওঠা সহজ নয় বলে নিশ্চিত হওয়ার জন্য অপেক্ষা করবেন না। যদি মনে হয় শিশুর কোথাও অসুবিধা হচ্ছে বা কী সমস্যা হচ্ছে, তা বুঝে উঠতে পারছেন না তা হলে হতে হবে সতর্ক। প্রয়োজনে শিশু বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করুন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Signs of Sexual Abuse in Children: আপনার সন্তান কি ঘন ঘন বিছানায় প্রস্রাব করে ফেলছে? যৌন নিগ্রহের শিকার হচ্ছে কিনা জানুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল