TRENDING:

Married Life: দাম্পত্যে আপনার স্ত্রীকে সম্পর্কের রসায়নে সুখী করতে চান? রইল সহজ টিপস

Last Updated:
Married Life: স্ত্রীর মনে হতে থাকে দীর্ঘ দাম্পত্যে তিনি টেকন ফর গ্রান্টেড৷ সম্পর্কের গোড়ায় তখন ধরতে থাকে ঘুণপোকা৷
advertisement
1/8
দাম্পত্যে আপনার স্ত্রীকে সম্পর্কের রসায়নে সুখী করতে চান? রইল সহজ টিপস
সম্পর্কে ভাল থাকতে গেলে দু’জনকেই একে অপরের খেয়াল রাখতে হয়৷ অনেক সময়েই দেখা যায় স্ত্রীর ভালালাগা, মন্দলাগাকে গুরুত্ব দিচ্ছেন না স্বামী৷ ফলে স্ত্রীর মনে হতে থাকে দীর্ঘ দাম্পত্যে তিনি টেকন ফর গ্রান্টেড৷ সম্পর্কের গোড়ায় তখন ধরতে থাকে ঘুণপোকা৷
advertisement
2/8
নারীর মনের কথা বোঝা কঠিন, একথা বলা হয়ে আসছে যুগ যুগ ধরেই৷ কিন্তু সেই মিথ ভেঙে ফেলাও অসম্ভব নয়৷ শুধু দরকার, একটু প্রয়াস৷ স্ত্রীকে অনুভব করতে দিন আপনি তাঁর কথা ভাবেন, তাঁকে ভালবাসেন৷ নইলে তাঁর মনে হতে পারে তিনি একতরফা ভাবে সংসারের জন্য করে যাচ্ছেন৷
advertisement
3/8
সৎ স্বীকারোক্তি খুব গুরুত্বপূর্ণ যে কোনও সম্পর্কে৷ স্ত্রী কথা শুনুন৷ তাঁর চিন্তাভাবনার সমাদর করুন৷ আপনার কাছে তাঁর মন খুলে কথা বলার পরিসর রাখুন৷ ঝগড়া বিবাদ বা মানসিক টানাপড়েনের মুহূর্তেও নিজের সীমা লঙ্ঘন করবেন না৷
advertisement
4/8
স্ত্রীর কোনও কাজ ভাল লাগলে মন খুলে প্রশংসা করুন৷ ভালবাসা জানান৷ রোম্যান্টিক ডেটের পরিকল্পনা করুন৷ অকারণেও উষ্ণ আলিঙ্গন দিন৷ ছোট ছোট এই ঘটনাগুলি সম্পর্কের বন্ধন মজবুত করে তোলে৷
advertisement
5/8
আপনার স্ত্রীর জীবনে নিশ্চয়ই কিছু স্বপ্ন ও লক্ষ্য আছে। সেগুলি আপনিও সমর্থন করুন। স্বপ্নপূরণের পথে আপনির তাঁর পাশে থাকুন। ভরসা দিন। সফল নারী হওয়ার পিছনে পুরুষের সমর্থনও দরকার।
advertisement
6/8
একসঙ্গে কোয়ালিটি টাইম কাটান। একসঙ্গে হাঁটা, সিনেমা দেখা বা নিত্যনতুন শখে মন দিন। নানা বিষয়ে সংলাপ দুজনের একান্ত মুহূর্তকে সমৃদ্ধ করে তোলে।
advertisement
7/8
দুজনের প্রতি শ্রদ্ধা ও সম্ভ্রম বজায় থাকলে সম্পর্কের বন্ধন মজবুত হয়। নিদের সীমা রক্ষা করেই যে কোনও বিষয়ে মতামত নিন স্ত্রীর। তাঁর কথাতেও গুরুত্ব দিন। দুজনের বন্ধন দীর্ঘ হলে সম্পর্ক মজবুত হয়।
advertisement
8/8
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Married Life: দাম্পত্যে আপনার স্ত্রীকে সম্পর্কের রসায়নে সুখী করতে চান? রইল সহজ টিপস
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল