Cleaning Tips: গন্ধ সইতে না পেরে পালাবে ! দীপাবলির আগেই মাকড়সা আর তার জাল ঘর থেকে সাফ করুন এই ঘরোয়া উপায়ে
- Published by:Siddhartha Sarkar
- local18
Last Updated:
Spiders Webs Cleaning Tips: জেনে নেওয়া যাক কিছু ঘরোয়া উপায় যা ঘর থেকে মাকড়সা আর তার জাল দুই চিরতরে দূর করবে।
advertisement
1/5

দীপাবলি আসছে। সবাই তাঁদের ঘর পরিষ্কার করা শুরু করেছেন। পরিষ্কার করার পরেও মাকড়সার উপদ্রব সহজে যায় না। আসলে এদের জাল ফের তৈরি করতে ২৪ ঘণ্টারও কম সময় লাগে, যা সমস্ত পরিশ্রমে জল ঢেলে দেয়। জেনে নেওয়া যাক কিছু ঘরোয়া উপায় যা ঘর থেকে মাকড়সা আর তার জাল দুই চিরতরে দূর করবে।
advertisement
2/5
প্রথম ঘরোয়া উপায় হল এক কাপ ভিনিগারে দুই থেকে তিন কোয়া রসুন কুচি যোগ করা। এবার এটি একটি স্প্রে বোতলে ঢেলে নিতে হবে। আর কী, ঘরোয়া মাকড়সা প্রতিরোধক স্প্রে প্রস্তুত। এই রসুন এবং ভিনিগার জল এমন জায়গায় স্প্রে করতে হবে যেখানে মাকড়সা প্রায়শই জাল তৈরি করে বা যেখানে মাকড়সা চোখে পড়ে। এক-দুবার স্প্রে করলেই আর কখনও মাকড়সা দেখতে পাওয়া যাবে না, জালও নয়, কারণ এই স্প্রের গন্ধ মাকড়সা সহ্য করতে পারে না।
advertisement
3/5
আরেকটি উপায় হল এক কাপ জলে সাত থেকে আটটি লবঙ্গ গুঁড়ো মিশিয়ে নেওয়া। এর সঙ্গে পুদিনা পাতা শুকিয়ে গুঁড়ো করে বা পেস্ট করে যোগ করতে হবে এবং ভালভাবে মিশিয়ে নিতে হবে। এই জল একটি স্প্রে বোতলে ঢেলে মাকড়সার জাল আছে এমন জায়গায় স্প্রে করতে হবে। মানুষের কাছে সুগন্ধ বলে মনে হলেও মাকড়সা সহ্য করতে পারবে না। ঘর থেকে তাদের উপদ্রব দূর হবে সহজেই।
advertisement
4/5
তৃতীয় উপায় হল এক কাপ হালকা গরম জলে লেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করে মিশিয়ে নেওয়া। এই মিশ্রণও মাকড়সা প্রতিরোধক হিসেবে ব্যবহার করা যায়। মাকড়সার জাল তৈরির জায়গাগুলোতে কয়েকদিন ধরে নিয়ম করে এটা স্প্রে করতে হবে। চার থেকে পাঁচবার ব্যবহারের পরেই চিরতরে ঘর মাকড়সার হাত থেকে মুক্ত থাকবে। চতুর্থ উপায় হল দারচিনি, ভিনিগারের মতো দারচিনিরও এক তীব্র গন্ধ থাকে যা মাকড়সা তাড়াতে সাহায্য করতে পারে।
advertisement
5/5
মাকড়সার জালে দারচিনি গুঁড়ো ছিটিয়ে দিলেই হল এবং এর তীব্র গন্ধ মাকড়সা তাড়িয়ে দেবে। তা আর কখনও ফিরে আসবে না। শেষ উপায় হল নিমের ব্যবহার, যা জীবাণুনাশক এবং পোকামাকড় প্রতিরোধী বৈশিষ্ট্যের জন্য সুপরিচিত। শুকনো নিমপাতা পুড়িয়ে মাকড়সা তাড়াতে ধোঁয়া দেওয়া যায়। কর্পূরও এক্ষেত্রে বেশ কাজের জিনিস। ঘরের কোণে কর্পূর রাখলে মাকড়সা দূরে থাকে। এই পদ্ধতিগুলে অনুসরণ করে যে কেউ চিরতরে মাকড়সা এবং তার জাল থেকে ঘর সাফসুতরো রাখতে পারেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Cleaning Tips: গন্ধ সইতে না পেরে পালাবে ! দীপাবলির আগেই মাকড়সা আর তার জাল ঘর থেকে সাফ করুন এই ঘরোয়া উপায়ে