advertisement
1/16

আপনার যৌনতার রোগে আক্রান্ত নন তো, ‘WHO’-র সাম্প্রতিক সমীক্ষা জানাচ্ছে, এটাই আধুনিকতম একটি রোগ ৷ সারা পৃথিবী জুড়েই যৌনতায় আসক্ত মানুষ বেড়ে চলেছেন ৷ সেটা এতটাই বেশি যে রীতিমতো চিন্তিত হয়ে পড়ছে চিকিৎসা বিজ্ঞানীরা ৷ এর ফলও হতে পারে মারাত্মক ৷ Picture Source:Collected
advertisement
2/16
যৌনতায় আসক্তি মানসিক রোগের পর্যায়ে পৌঁছে যাচ্ছে ৷ ব্রিটিশদের মধ্যে ২ থেকে ৪ শতাংশ মানুষ ইতিমধ্যেই চিকিৎসকদের সাহায্য নিতে বাধ্য হচ্ছেন ৷ কয়েক সপ্তাহ আগেই গেমিং আসক্তিকে রোগের তালিকাভুক্ত করার পরই এই সিনড্রোমকেও রোগের তালিকায় ফেলেছেন তিনি ৷ Picture Source:Collected
advertisement
3/16
রয়াল কলেজ অফ সায়ক্রাটিস্ট ডক্টর ভ্যালেরি ভুন জানিয়েছেন, ‘‘কমপালসিভ সেক্সুয়াল বিহেভিয়র- বিষয়টিকে লজ্জাজনক মনে করে বেশিরভাগ মানুষ লুকিয়ে রাখে ৷ তাঁদের কাছে এই যৌন পিপাসা বিষয়টি নিয়ে একটা অত্যধিক গোপনীয়তা কাজ করে ৷ Picture Source:Collected
advertisement
4/16
কম্পালসিভ সেক্সুয়াল বিহেভিয়র বলতে সহজে যা বোঝায় তাহল হাইপার সেক্সুয়ালিটি ৷ যৌন কল্পনা এত অধিকমাত্রায় পৌঁছে যায় যে সেটাকে আর সেই ব্যক্তি নিয়ন্ত্রণ করতে পারেনা ৷ এর ফলে আপনি অস্থির হয়ে ওঠেন ৷ ক্ষতিগ্রস্ত হয় আপনার কর্মজীবন, ব্যক্তিগত সম্পর্ক ৷ Picture Source:Collected
advertisement
5/16
‘WHO’-র পক্ষ থেকে আরও জানানো হয়েছে যৌনতায় আসক্তরা যেন নিজেদের অসুস্থতাটা বুঝতে পেরে যেন চিকিৎসকের সাহায্য নেন সেটাই কাম্য ৷ Picture Source:Collected
advertisement
6/16
কিন্তু কী করে বুঝবেন যে আপনি যৌনতায় আসক্ত কিনা, তারও কতগুলি সহজ পদ্ধতি রয়েছে ৷ এগুলোর মধ্যে কোনওটি মাত্রাতরিক্ত করলে সেই মানুষটি যৌনাসক্ত হতে পারেন ৷ এগুলি হল স্বমেহন, সাইবার সেক্স, একধিক সঙ্গী বা সঙ্গিনী , পর্নগ্রাফি এবং যৌনকর্মী সঙ্গে সঙ্গমে লিপ্ত হওয়া ৷Picture Source:Collected
advertisement
7/16
অত্যধিক মাত্রায় যৌন কল্পনায় মত্ত থাকা, কিম্বা তাঁর প্রতি টান অনুভব করা এই ঘটনার একটা সংকেত হতে পারে ৷ তবে এই যৌনতার আকাঙ্খা এতটাই তীব্র হবে যে কাজকর্ম মনোসংযোগ করার ক্ষেত্রেও অসুবিধা শুরু হবে ৷ Picture Source:Collected
advertisement
8/16
কোনও একধরণের যৌন ক্রিয়া করে আপনি হয়ত টেনশন রিলিজ করছেন ৷ কিন্তু তারপর সেটা নিয়ে আপনার নিজের মনেই গ্লানি থাকছে, যা নিয়ে আপনি বিমর্ষও থাকছেন ৷ Picture Source:Collected
advertisement
9/16
স্বমেহন করাটাকে আপনার রোজকার জীবনে বাধ্য করে ফেলে থাকলেও সতর্ক হন ৷ এটাই কিন্তু বড় বিপদে যাওয়ার অ্যালার্ম ৷ Picture Source:Collected
advertisement
10/16
যৌন আকাঙ্খা এতটাই বেড়ে যাচ্ছে যে আপনি নিজের ওপর কোনও রকম রাশ টানতে পারছেন না ৷ Picture Source:Collected
advertisement
11/16
কোনও বিপদ, অসুবিধা, একাকীত্ব কিম্বা স্ট্রেস এই সব থেকে মুক্তির জন্য যদি যৌনতাকে হাতিয়ার করেন তাহলেও কিন্তু বিষয়টি সুবিধার নয় ৷ Picture Source:Collected
advertisement
12/16
এই চাহিদাই এতটাই মারাত্মক হয়ে ওঠে তখন আপনি বিবাহ বহির্ভূত সম্পর্ক, অসুরক্ষিত যৌন সম্পর্ক এমনকি পর্নের জন্য যথেচ্ছ অর্থব্যয়ও করতে পিছপা হন না ৷ Picture Source:Collected
advertisement
13/16
কখনও কখনও সমস্ত সীমারেখা ভেঙে আপনি যদি নাবালক ও নাবালিকা-র সঙ্গেও যৌনতায় না থামান তাহলে আপনি দারুণভাবে এই রোগে আসক্ত ৷ Picture Source:Collected
advertisement
14/16
কখনও কখনও সমস্ত সীমারেখা ভেঙে যদি নাবালক ও নাবালিকা-র সঙ্গেও যৌনতায় জড়িয় পরেন, আপনি দারুণভাবে এই রোগে আসক্ত ৷ Picture Source:Collected
advertisement
15/16
যদি কখনই আপনি নিজের পার্টনারের প্রতি সৎ থাকতে না পারেন তাহলেও আপনি এই রোগের শিকার ৷ Picture Source:Collected
advertisement
16/16
নিজের এই রোগ হয়েছে কিনা জানতে কয়েকটা প্রশ্ন করুন নিজেকে আপনার যৌনতায় কি আপনার নিয়ন্ত্রণ রয়েছে, আপনি কি যৌনতা নিয়ে ভীষণ মানসিক অস্থিরতার শিকার, আপনার কাজের জায়গাকে প্রভাবিত করছে, কিম্বা আপনি আপনার যৌন ইচ্ছাগুলিকে লুকোতে বাধ্য হচ্ছেন ৷ তাহলে আপনার কিন্তু চিকিৎসকের সাহায্য প্রয়োজন ৷ Picture Source:Collected