Health Tips: ভরপুর আয়রন, ফাইবার ও ভিটামিনে ঠাসা এই 'খুদে' সবজি, সপ্তাহে দু-দিন রাখুন পাতে, পালাবে বহু রোগ
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:Susmita Goswami
Last Updated:
Health Tips: আয়রন সমৃদ্ধ ছোট্ট আকারের এই সবজি ক্লান্তি দূর করতে সাহায্য করে। আয়রনের ঘাটতি ক্লান্তির সবচেয়ে বড় কারণ। ক্লান্তি দূর করতে এবং আয়রনের ঘাটতি মেটাতে খাদ্যতালিকায় এই সবজি অবশ্যক।
advertisement
1/5

*আয়রন সমৃদ্ধ কুদরি ক্লান্তি দূর করতে সাহায্য করে। আয়রনের ঘাটতি ক্লান্তির সবচেয়ে বড় কারণ। অতএব, ক্লান্তি দূর করতে এবং আয়রনের ঘাটতি মেটাতে খাদ্যতালিকায় কুদরি অবশ্যক।
advertisement
2/5
*অনেক গবেষণায় উঠে এসেছে ডায়াবেটিসে ওষুধ খাওয়ার পাশাপাশি প্রতিদিন যদি ৫০ গ্রাম কুদরি খাওয়া যায়, তাহলে রক্তে শর্করার মাত্রা অনেকটাই কমানো যায়। Disclaimer: আমাদের এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য প্রদানের জন্য। সামাজিক মাধ্যম ও নানা ওয়েবসাইটের পাওয়া তথ্য থেকে এই জ্ঞান নেওয়া হয়েছে। তবে এই সংক্রান্ত আরও তথ্যের জন্য এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের বা আপনার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নিন।
advertisement
3/5
*ফাইবার ও ভিটামিনে ভরপুর কুদরি পরিপাকতন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে। পেট সংক্রান্ত রোগ থেকে মুক্তি পেতে এবং সঙ্গে গ্যাস, কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দিতে সহায়ক।
advertisement
4/5
*কুদরি ডায়েটারি ফাইবারের একটি ভাল উৎস। কুদরি খেলে শরীরের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে এবং হৃদরোগের ঝুঁকিও অনেকটাই কমে। হার্ট সুস্থ রাখতে নিয়মিত কুদরি খাওয়া ভীষণ উপকারী।
advertisement
5/5
*একটি গবেষণায় দেখা গিয়েছে শুধুমাত্র ডায়াবেটিস নয়, কোষ্ঠকাঠিন্য, হাঁপানি, কোলেস্টেরলের সমস্যা রুখতেও কার্যকরী এই গ্রামীণ সবজি। Disclaimer: আমাদের এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য প্রদানের জন্য। সামাজিক মাধ্যম ও নানা ওয়েবসাইটের পাওয়া তথ্য থেকে এই জ্ঞান নেওয়া হয়েছে। তবে এই সংক্রান্ত আরও তথ্যের জন্য এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের বা আপনার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Tips: ভরপুর আয়রন, ফাইবার ও ভিটামিনে ঠাসা এই 'খুদে' সবজি, সপ্তাহে দু-দিন রাখুন পাতে, পালাবে বহু রোগ
