Weight Loss: ওজন কমানোর সুপার ফুড! পাতে রাখলে তড়তড়িয়ে কমবে ডায়াবেটিস, ব্লাড প্রেসারও, জেনে নিন
- Published by:Anulekha Kar
- news18 bangla
Last Updated:
ওজন কমানোর সুপার ফুড! পাতে রাখলে তড়তড়িয়ে কমবে ডায়াবেটিস, ব্লাড প্রেসারও, জেনে নিন
advertisement
1/5

ওজন কমাতে ম্যাজিকের মতো কাজ করে তিসি। হেল্থ লাইনের মতে তিসিতে রয়েছে সলিউবেল ফাইবার যাতে ওজন কমাতে মারাত্মক সাহায্য করে।
advertisement
2/5
হেল্থ লাইনের মতে, তিসিতে রয়েছে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড যা হার্ট ভাল রাখতে অত্যন্ত সাহায্য করে।
advertisement
3/5
হেল্থ লাইমের মতে, রক্তচাপ কমাতেও অত্যন্ত সাহায্য করে ফ্লেক্স সিড। উচ্চ রক্তচাপের রোগীদের জন্য অত্যন্ত উপকারী এই বীজ।
advertisement
4/5
হেল্থ লাইনের মতে ব্লাড সুগার কমাতে অত্যন্ত সাহায্য করে তিসি। ডায়াবেটিসের মহৌষধ এই বীজ।
advertisement
5/5
বদ হজমের সমস্যা থকলে নিয়মিত তিসি খেতে পারেন। হজম ক্ষমতা ভাল রাখতে ফ্লেক্স সিড খেতে হবে। Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weight Loss: ওজন কমানোর সুপার ফুড! পাতে রাখলে তড়তড়িয়ে কমবে ডায়াবেটিস, ব্লাড প্রেসারও, জেনে নিন