TRENDING:

Kidney Stone: গলিয়ে দেবে কিডনির পাথর! আনাচে কানাচে হয়ে থাকা এই পাতার গুণ জানলে আশ্চর্য হবেন

Last Updated:
একটি অতি পরিচিত চেনা গাছ রয়েছে যা কিডনির পাথর গলিয়ে দিতে সম্ভব৷
advertisement
1/6
গলিয়ে দেবে কিডনির পাথর! আনাচে কানাচে হয়ে থাকা এই পাতার গুণ জানলে আশ্চর্য হবেন
ব্লাড সুগার, প্রেশার, কিডনি স্টোন, এই রোগগুলি এখন সকলের কাছেই বড্ড চেনা৷ প্রচুর মানুষ এই মুহূর্তে এইধরনের রোগগুলির শিকার৷ এই রোগে আক্রান্তদের সংখ্যা দিন দিন আরও বাড়ছে৷ তবে একটি অতি পরিচিত চেনা গাছ রয়েছে যা কিডনির পাথর গলিয়ে দিতে সম্ভব৷
advertisement
2/6
অত্যন্ত শক্তিশালী এই উদ্ভিদ হল পাথরকুচি পাতা৷ পাথরকুচি নামের মধ্যের লুকিয়ে আছে এর গুণ৷ আয়ুর্বেদাচার্য ভুবনেশ পান্ডে জানালেন, পাথরকুচির উপকারী গুণের কথা৷ ভারতের অলিগলিতে হয়ে থাকা এই ভেষজ উদ্ভিদের বহু উপকারীতা রয়েছে৷
advertisement
3/6
আয়ুর্বেদাচার্যের মতে, পাষাণভেদের পাতা পিষে ঘন পাউডার বা ক্বাথ তৈরি করতে পারেন। এরপরে এটি দিনে দুই বা তিনবার ৪০-৫০ মিলিগ্রাম ডোজে নেওয়া যেতে পারে। ক্বাথ তৈরি করতে ২ কাপ জলে ১ টেবিল চামচ পাউডার মিশিয়ে ভাল করে ফুটিয়ে নিন। যখন১ কাপ জল অবশিষ্ট থাকে, তখন তা ছেঁকে নিয়ে দিনে দুই বা তিনবার পান করুন।
advertisement
4/6
ক্বাথ তৈরি করতে ২ কাপ জলে ১ টেবিল চামচ পাউডার মিশিয়ে ভাল করে ফুটিয়ে নিন। যখন১ কাপ জল অবশিষ্ট থাকে, তখন তা ছেঁকে নিয়ে দিনে দুই বা তিনবার পান করুন।
advertisement
5/6
আয়ুর্বেদাচার্য জানালেন, এই রোগে টমেটো, বিটরুট, পেয়ারা বা পালং শাক খাওয়া উচিত।প্রতিদিন কমপক্ষে ৯-১০ গ্লাস জল পান করুন এবং অল্প পরিমাণে বীজযুক্ত জিনিস খান। পাশাপাশি, রেড মিট যতটা সম্ভব এড়িয়ে চলার পরামর্শই দিয়েছেন চিকিৎসক৷
advertisement
6/6
তবে, কিডনির পাথরের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়েই ওষুধ খাওয়া উচিত নয়৷ সেল্ফ মেডিকেশন বা নিজে নিজের ওষুধ খেতেও বারণ করলেন আয়ুর্বেদাচার্য ভুবনেশ পান্ডে৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Kidney Stone: গলিয়ে দেবে কিডনির পাথর! আনাচে কানাচে হয়ে থাকা এই পাতার গুণ জানলে আশ্চর্য হবেন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল