TRENDING:

Liver Problem Medicinal Plant: রাস্তার পাশে অনাদরে কোটি কোটি টাকার মহৌষধি, চিনে খেতে পারলেই লিভারের সব সমস্যা উধাও, ডায়াবেটিস জব্দ

Last Updated:
শরীরে কি আয়রনের ঘাটতি রয়েছে? এই গাছ লোহার পাওয়ার হাউজ, জেনে নিন এর অলৌকিক উপকারিতা|
advertisement
1/10
রাস্তায় অনাদরে 'কোটি কোটি টাকার' মহৌষধি,চিনে খেতে পারলেই লিভারের সব সমস্যা উধাও
সারা ভারতে এমন গাছপালা পাওয়া যায়, যা ঔষধি গুণে ভরপুর। রাস্তার পাশে অনাদরে-অবহেলায় বেড়ে ওঠা গাছও কিন্তু আয়ুর্বেদিক গুণে সমৃদ্ধ হতে পারে। অথচ এর বিষয়ে মানুষ ওয়াকিবহাল না হওয়ায় তা ব্যবহার করা হয়ে ওঠে না। ভারতীয় আয়ুর্বেদশাস্ত্র তো অত্যন্ত জনপ্রিয়। আর এই ক্ষেত্রে ব্যবহৃত ভেষজের গুণাগুণও অসাধারণ। আজ এমনই এক ভেষজের অলৌকিক উপকারিতার কথাই জেনে নেওয়া যাক।
advertisement
2/10
কথা হচ্ছে কালমেঘ (Andrographis Paniculata)-এর বিষয়ে। যা সবুজ চিরতা নামেও পরিচিত। ভারতের বিভিন্ন অঞ্চলে জন্মায় এই ঔষধি গাছটি। যা ঔষধি গুণে পরিপূর্ণ এবং আয়ুর্বেদে একটি বিশেষ স্থান অর্জন করেছে। আর কালমেঘের উপকারিতার কথা তো সকলেরই জানা। তা-ও আরও একবার বিশেষজ্ঞের কাছ থেকে জেনে নেওয়া যাক এই গাছের গুণাগুণের কথা।
advertisement
3/10
ডায়াবেটিসে সহায়ক:কালমেঘ স্বাদে তেতো প্রকৃতির। আসলে এর মধ্যে থাকা তেতো উপাদান (এন্ডোগ্রাফি লয়েড) রক্তে শর্করা নিয়ন্ত্রণ করতে সহায়ক। ফলে এটি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী।
advertisement
4/10
জন্ডিসের চিকিৎসায়:আনন্দ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিশেষজ্ঞ ড. কে.ভি. প্যাটেলের মতে, কালমেঘ লিভারের স্বাস্থ্যের জন্য চমৎকার। এটি জন্ডিসের মতো রোগের চিকিৎসায় সাহায্য করে এবং লিভারের কার্যকারিতাও উন্নত করে।
advertisement
5/10
প্রদাহ কমাতে সহায়ক:এই কালমেঘ গাছে রয়েছে প্রদাহ বিরোধী গুণ।যা শরীরের ফোলাভাব কমাতে সাহায্য করে। এটি জয়েন্ট কিংবা পেশি ব্যথা থেকে মুক্তি দিতে সাহায্য করে।
advertisement
6/10
আয়রনের সমৃদ্ধ উৎস:কালমেঘে প্রায় ৪৩ শতাংশ আয়রন পাওয়া যায়। যা হিমোগ্লোবিন বাড়াতে সহায়ক। হিমোগ্লোবিনের মাত্রার উন্নতি হলে পেশি শক্তি বাড়ে। শুধু তা-ই নয়, এতে শক্তির মাত্রা তো বাড়েই এবং সেই সঙ্গে ক্লান্তিও কমে।
advertisement
7/10
ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে:এই ভেষজটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে সাধারণ রোগের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম করে।
advertisement
8/10
অন্যান্য রোগে উপকারী:কালমেঘ পাতা সর্দি, কাশি ও চর্মজনিত রোগের চিকিৎসাতেও ব্যবহৃত হয়। বলাই বাহুল্য যে, এটি একটি বহুমুখী ভেষজ।
advertisement
9/10
কৃষকদের জন্য উপকারী:কালমেঘ চাষ করে কৃষকরা বাড়তি আয় করতে পারেন। ওষুধ তৈরিতে ব্যবহারের কারণে বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে।
advertisement
10/10
ডায়াবেটিস এবং হজমের সমস্যার জন্য:ড. প্যাটেলের মতে, এই ওষুধটি পরিপাকতন্ত্রকে শক্তিশালী করে এবং ডায়াবেটিস রোগীদের জন্যও উপকারী। তবে এক্ষেত্রে মনে রাখা দরকার যে, কালমেঘের উপকারিতা তখনই পাওয়া যায়, যখন এটি সঠিক পরিমাণে ব্যবহার করা হয়। আর মাথায় রাখতে হবে, যে কোনও আয়ুর্বেদিক ওষুধ সেবন করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া আবশ্যক।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Liver Problem Medicinal Plant: রাস্তার পাশে অনাদরে কোটি কোটি টাকার মহৌষধি, চিনে খেতে পারলেই লিভারের সব সমস্যা উধাও, ডায়াবেটিস জব্দ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল