Health Tips: চরম অবহেলায় পড়ে থাকে, 'এই' গাছের ফল-ফুল-পাতার অলৌকিক ক্ষমতা, জানুন ব্যবহার
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
Health Tips: পাতায় লুকিয়ে রোগের সমাধান। আপনার বাড়ির পাশে অবহেলায় বেড়ে উঠে এই গাছ। সর্দি, মূলত কাশির প্রধান ওষুধ হিসেবে কাজ করে এই পাতার রস।
advertisement
1/7

*স্বাদে তেতো কিন্তু এই পাতায় লুকিয়ে রোগের সমাধান। আপনার বাড়ির পাশে অবহেলায় বেড়ে উঠে এই গাছ। সর্দি, মূলত কাশির প্রধান ওষুধ হিসেবে কাজ করে এই পাতার রস। পুরানো দিনে ব্যবহৃত হত 'এই' পাতা। এই পাতায় লুকিয়ে কাশির ওষুধ। জানেন গাছের নাম? প্রতিবেদনঃ রঞ্জন চন্দ। সংগৃহীত ছবি।
advertisement
2/7
*আবহাওয়া পরিবর্তন শুরু হয়েছে। সকলেই কম-বেশি সর্দি কাশিতে আক্রান্ত। কিন্তু এই পাতার তেতো রস খেলে অনায়াসে মিলবে উপকার।সর্দি-কাশির সমস্যায় সেই আদ্যিকাল থেকে ব্যবহার করা হচ্ছে বাসক পাতার রস। সংগৃহীত ছবি।
advertisement
3/7
*বাসক পাতা স্বাদে তেতো। বাসক পাতার একাধিক ঔষধি গুণ রয়েছে। বাসক পাতা হল এমন একটি ভেষজ উদ্ভিদ যা শুধুমাত্র পাতাই নয়, মূল, ফুল, এবং আরও নানা অংশ ওষুধ তৈরির কাজে লাগে। সংগৃহীত ছবি।
advertisement
4/7
*বহুদিন ধরে যদি কফ, সর্দির সমস্যা হয়ে থাকে তাহলে তা সারাতেও কাজে লাগে বাসক পাতা। যাদের ব্রঙ্কাইটিসের সমস্যা থাকে তারাও যদি নিয়ম করে বাসক পাতা খান তাহলে উপকার পাবেন হাতেনাতে। সংগৃহীত ছবি।
advertisement
5/7
*পুষ্টিবিদ অভিজিৎ সেন মন্তব্য করেন, বাসক পাতা শুধু কাশি, হুপিং কাশি সমস্যা সমাধানে নয়, পেট পরিষ্কার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংগৃহীত ছবি।
advertisement
6/7
*সর্দি কাশির জন্য নয়, রক্তচাপ নিয়ন্ত্রন করতে এবং রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতেও সাহায্য করে। সর্দি-কাশির সমস্যা রুখে দিতে খুবই ভাল কাজ করে এই পাতা। সংগৃহীত ছবি।
advertisement
7/7
*যাঁদের ঠান্ডা লাগার ধাত রয়েছে তাঁরা রোজ সকালে বাসক পাতা রস করে খেতে পারেন। খালি পেটে খেলে কফ-সর্দির সমস্যা অনেকটাই দূর হয়। বিশেষজ্ঞরা মনে করেন, বাসক পাতার মধ্যে রয়েছে অ্যান্টি-মাইক্রোবিয়াল বেশ কিছু উপাদান, যা ব্রঙ্কাইটিস, হুপিং কাশির সমস্যা দূর করে। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Tips: চরম অবহেলায় পড়ে থাকে, 'এই' গাছের ফল-ফুল-পাতার অলৌকিক ক্ষমতা, জানুন ব্যবহার