TRENDING:

দীপাবলিতে বাড়ির পোষ্য়টি যেন থাকে সুরক্ষিত! কীভাবে রাখবেন ওকে, জানেন?

Last Updated:
Diwali 2022 : আলোকবাজিতে একেবারেই 'না' বলতে হবে। ভারতের বিভিন্ন রাজ্য়ে ইতিমধ্য়েই আলোকবাজি বন্ধ করে দেওয়া হয়েছে
advertisement
1/7
দীপাবলিতে বাড়ির পোষ্য়টি যেন থাকে সুরক্ষিত! কীভাবে রাখবেন ওকে, জানেন?
রকেট, চকলেট বোমে কালীপুজোর রাত হয়ে ওঠে জমজমাট। এতে আমরা আনন্দ পেলেও বাড়িতে থাকা বা আশেপাশে থাকা চারপেয়ে সদস্যরা কিন্তু কষ্টে থাকে। এই বাজির আওয়াজে তাঁরা যেমন ভয় পায় ভীষণ। তেমনই ধোঁয়াতেও সমস্যা হয় খুবই। ফলে প্রতি বছরই আলোর উৎসবের আগে ওদের সুরক্ষার বিষয়টি মাথায় রেখে প্রচার চলে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পথে-ঘাটে।
advertisement
2/7
রাস্তার সারমেয়দের ( Street Dog) সুরক্ষা নিয়ে আমরা অনেকেই আওয়াজ তুলে থাকি। তবে বাড়িতেও যদি বাজি পোড়াই তবে বাড়ির পোষ্যদের সমস্যা হতে পারে সেই কথা ভুলে যাই। কী ভাবে ওদের সুরক্ষিত রাখা যায়, জেনে নেওয়া যাক-
advertisement
3/7
আলোকবাজিতে একেবারেই 'না' বলতে হবে। ভারতের বিভিন্ন রাজ্য়ে ইতিমধ্য়েই আলোকবাজি বন্ধ করে দেওয়া হয়েছে। ফুলঝুড়ি, চরকা রংমশালের মতো বাজি থেকে পোষ্য় এবং রাস্তার সারমেয়দের দূরে রাখতে হবে। ওদের পুড়ে যাওয়া, জ্বলে যাওয়ার মতো মারাত্মক সমস্য়া হতে পারে।
advertisement
4/7
শব্দবাজিতে পশুদের স্ট্রেস এবং অ্য়াংজাইটি হতে পারে। এই অতিরিক্ত শব্দ ওদের জন্য় ভীষণ ক্ষতিকারক। সাধারণ মানুষের তা মাথায় রাখা উচিৎ।
advertisement
5/7
বিকেল বেলার দিকে পোষ্য়দের বাইরে নিয়ে যাওয়ার অভ্য়েস রয়েছে অনেকেরই। ঠিক সেইভাবে দীপাবলির দিনও তাদের বাইরে যাওয়ার ইচ্ছে হতে পারে। তাই সকালের দিকে ওদের রাস্তায় ঘুরিয়ে আনুন, ফলে বিকেলে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পরবে।
advertisement
6/7
যাঁরা দীপাবলি পার্টির আয়োজন করে তাঁদের জন্য, আপনার পোষা প্রাণীকে লক না করার জন্য যথাসাধ্য চেষ্টা করুন। আপনার পোষা প্রাণীদের পার্টিতে মিশে যেতে দিন। খেয়াল রাখুন যেন রঙ্গোলি এবং খাবারদাবারে মুখ না দেয়। একসঙ্গে থাকলে বাইরের বাজির শব্দে কম ভয় পাবে পোষ্য়রা।
advertisement
7/7
সর্বশেষ বিষয় যেটি মাথায় রাখতে হবে যে সঙ্গে ফার্স্ট এইড বক্স রাখতে হবে অবশ্য়ই।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
দীপাবলিতে বাড়ির পোষ্য়টি যেন থাকে সুরক্ষিত! কীভাবে রাখবেন ওকে, জানেন?
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল