TRENDING:

Hairfall Solution: চকচক টাকে ঘন কালো চুল গজাবে, গ্যারান্টি! শ্যাম্পুর আর.এই ৪টি জিনিসে পরিবর্তন আনুন, চেহারা পাল্টে যাবে

Last Updated:
অল্প বয়স থেকে অনেকেরই চুল উঠতে শুরু করে। এই ভুল করলে বাড়বে এই সমস্যা৷ এই কয়েকটি ভুল করলেই বাড়বে চুল পড়ার সমস্যা, জেনে নিন বিস্তারিত 
advertisement
1/7
চকচক টাকে ঘন কালো চুল গজাবে,গ্যারান্টি!শ্যাম্পুর আর.এই ৪টি জিনিসে পাল্টে ফেলুন
অল্প বয়সে চুল উঠে মাথা ফাঁক! মাথার মাঝখানে যেন গোল মরুভূমি৷ চুল পড়ে যাওয়ার কারণে বয়সও এক ধাক্কায় অনেক বেড়ে যায়৷ দোষ আপনারই৷ ডঃ মিলটন বিশ্বাস জানাচ্ছেন আমাদের করা কিছু কিছু ভুলের কারণেই এই চুল ওঠার বা ঝরে যাওয়ার সমস্যা হয় । (বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
2/7
এই বিষয়ে তিনি জানিয়েছেন, প্রচন্ড গরম জল চুলের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকারক । অল্প উষ্ণ জলে শ্যাম্পু করে নেওয়ায় সব থেকে ভালো । কিন্তু অনেকে না বুঝে প্রচন্ড গরম জলে শ্যাম্পু করেন । গরম জলে শ্যাম্পু করার ফলে চুল পড়ার সমস্যা অনেকটা বেড়ে যায়। শ্যাম্পু নির্বাচনের ক্ষেত্রে সব সময় সতর্ক থাকতে হবে ।
advertisement
3/7
সব ধরনের শ্যাম্পু সবার চুলে একই রকম ফলাফল দেয় না । নিজের চুলের ধরন বুঝে তারপরেই শ্যাম্পু নির্বাচন করতে হবে। এবং যে ধরনের শ্যাম্পু গুলোর মধ্যে সালফেট রয়েছে , সেই ধরনের শ্যাম্পু কখনোই ব্যবহার করলে হবে না।
advertisement
4/7
চুলে ঘনঘন জেল ব্যবহার করা, হেয়ার ড্রায়ার ব্যবহার করা, চুল পড়ে যাওয়ার একটি অন্যতম প্রধান কারণ ।
advertisement
5/7
এছাড়াও রোজ রোজ গরম তাপ ব্যবহার করে চুল সেট করলে চুল পড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। অতিরিক্ত মানসিক চাপ, ঠিকমতো খাওয়া-দাওয়া না করা ,রাতে ঠিকমত না ঘুমানো চুলের স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলে । তাই প্রত্যেকদিন নিয়মিত ছ থেকে সাত ঘণ্টা ঘুমাতে হবে ।
advertisement
6/7
অতিরিক্ত ধূমপান করলেও চুল পড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় । তাই এই মুহূর্ত থেকেই ধূমপান ছেড়ে দেওয়া ভাল।
advertisement
7/7
এগুলো ছাড়াও অনেকের হরমোনাল ও জেনেটিক কারণে খুবই অল্প বয়স থেকেই চুল উঠতে শুরু করে। যাদের এই ধরনের সমস্যাগুলো দেখা দেবে তাদের একজন ডার্মাটোলজিস্ট এর সঙ্গে কনসাল্ট করা প্রয়োজন । এবং তিনি যেরকম প্রেসক্রাইব করবেন সেই রকম মেডিসিন নেওয়া সব থেকে শ্রেয়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Hairfall Solution: চকচক টাকে ঘন কালো চুল গজাবে, গ্যারান্টি! শ্যাম্পুর আর.এই ৪টি জিনিসে পরিবর্তন আনুন, চেহারা পাল্টে যাবে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল