Belpatra Health Benefits: পুজোর কাজে আবশ্যক, শরীরের জন্যও অব্যর্থ, বদহজম বা ডায়াবেটিসের মহৌষধি, চিবিয়ে খেলেই পাবেন উপকার
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Susmita Goswami
Last Updated:
ম্যাজিকের মত কাজ করে! একাধিক রোগ বালাই যাবে দূরে! জানুন কীভাবে খেতে হবে
advertisement
1/5

বেলপাতায় ক্যালসিয়াম, ফাইবারের পাশাপাশি একাধিক ভিটামিন উপাদান রয়েছে। যা শরীরে নানাভাবে কাজে আসে। বেল পাতায় এমন কিছু অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা বদহজম, গ্যাসের মত সমস্যা থেকে মুক্তি মেলে।
advertisement
2/5
স্বাস্থ্য গুনেও ভরপুর একটি বেলপাতা। যা খেলে ম্যাজিকের মত একাধিক ফল পাবেন। পুষ্টিবিদ দীপঙ্কর ঘোষ জানান, "এই গরমকালে বেলপাতা মানুষের শরীরে ম্যাজিকের মত কাজ করবে। কারণ বেলপাতা চিবিয়ে খেতে পারলে তা শরীরকে ঠান্ডা রাখে।"
advertisement
3/5
বেলপাতা ডায়াবেটিস রোগীদের জন্য মহৌষধি হিসেবে কাজ করবে। কারণ বেল পাতায় রয়েছে অ্যান্টি ডায়াবেটিক উপাদান। যা ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
advertisement
4/5
এই বেলপাতায় এমন কিছু উপাদান রয়েছে, যা আমাদের শরীরের ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করে, ফলে নিয়ম করে বেলপাতা খেতে পারলে শরীর সুস্থ রাখা যাবে।
advertisement
5/5
হার্টের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী বেলপাতা। হৃদযন্ত্রকে শক্তিশালী করতে সাহায্য করে। রোজ সকালে খালি পেটে বেলপাতা খেলে হার্ট অ্যাটাক, উচ্চ রক্তচাপের ঝুঁকি কমে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Belpatra Health Benefits: পুজোর কাজে আবশ্যক, শরীরের জন্যও অব্যর্থ, বদহজম বা ডায়াবেটিসের মহৌষধি, চিবিয়ে খেলেই পাবেন উপকার