Health Tips: ঠিক যে কথা শুনলে মহিলাদের বাড়ে যৌন উত্তেজনা, দেখে নিন সেগুলি
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Relationship: এমনই কিছু কথা আছে, যৌনতার সময় মহিলারা যে কথা শুনতে সবচেয়ে বেশি পছন্দ করে।
advertisement
1/5

যৌনতার আরও বেশি উৎসাহ তৈরি করতে হলে শুধু যৌনতার সময় নয়, আগে-পরেও এমন একটা মানসিক পরিবেশ তৈরি করতে হয়, যাতে সম্পর্কের দু'জনই তাতে মানসিক শান্তি পান। এমনই কিছু কথা আছে, যৌনতার সময় মহিলারা যে কথা শুনতে সবচেয়ে বেশি পছন্দ করে। ছবি - পেক্সেলস
advertisement
2/5
যৌনতার সময় মহিলাদের মূল পছন্দের বিষয় হল, তাঁরা সঙ্গীর প্রতি একটা ভরসা জায়গা পেতে চান। যাতে যে কোনও ভূমিকায়ম মনের ইচ্ছার কথা তিনি বলতে পারেন। সেই কারণেই মহিলারা যদি শোনেন, সঙ্গী তাঁর সব ইচ্ছা মেটাবেন, তা হলে তিনি খুশি হন। ছবি - পেক্সেলস
advertisement
3/5
সঙ্গী যদি বলেন, শুধু তাঁর নিজের খুশির পাশাপাশিও তাঁর সঙ্গীর যৌন আনন্দের বিষয়টি নজর রাখবেন, তাহলেও মহিলা সঙ্গী ভীষণ খুশি হন। কারণ সমীক্ষায় দেখা গিয়েছে, ভারতের বেশিরভাগ মহিলাই যৌন সুখের চরমে পৌঁছতে পারেন না। সঙ্গী যদি সেই সুখে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন, তাহলে তিনি খুশি হন। ছবি - পেক্সেলস
advertisement
4/5
সম্পর্কের মূল ভিত্তি হল ভালবাসা। যদি আপনার মহিলা সঙ্গী শোনেন যে তিনি আপনার জীবনের শ্রেষ্ঠ সঙ্গী। তাঁর মতো কেউ আপনার সঙ্গ দিতে পারে না, তাহলেও তিনি ভীষণই খুশি হবেন। ছবি - পেক্সেলস
advertisement
5/5
যৌনতার শেষেও অনেক কথা থাকে, তা হল একান্ত ব্যক্তিগত। সেই কথার মধ্যে লুকিয়ে থাকে সুখী জীবনের সূত্র। তাই কিছুক্ষণ তাঁকে কাছে টেনে তাঁকে খুশি করার মতো কথা বললে, ঠাট্টা ইয়ার্কি করে মন হালকা করলে ভীষণ খুশি হন মহিলা সঙ্গীটি। ছবি - পেক্সেলস