TRENDING:

Ivermectin: করোনা-কালে এই ওষুধটি খেয়েছেন প্রায় সকলেই, এবার গবেষণায় উঠে এল মারাত্মক তথ্য!

Last Updated:
Ivermectin: করোনাকালে প্রবল জনপ্রিয় হয়ে ওঠা আইভারমেকটিন ওষুধটি নিয়ে সাম্প্রতিক গবেষণা বলছে, করোনার বিরুদ্ধে এই ওষুধটি কোন কাজই করতে পারে না।
advertisement
1/5
করোনা-কালে এই ওষুধটি খেয়েছেন প্রায় সকলেই, এবার গবেষণায় উঠে এল মারাত্মক তথ্য!
অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে করোনাভাইরাস এখন কিছুটা নিয়ন্ত্রণে। ব্যাপক টিকাকরণই এর কারণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। কিন্তু টিকার আগের পরিস্থিতির কথা ভেবে অনেকেই আশঙ্কিত এখনও। সেই সময় বেশ কিছু ওষুধও নিত্যদিন মানুষ খেয়ে চলছিল। করোনাভাইরাসকে আটকাতে না পারলেও শরীর ঠিক রাখতে সেই ওষুধগুলোর ব্যবহার করা হচ্ছিল।
advertisement
2/5
আর সেই কারণেই বেশ কিছু ওষুধের ব্যাপক ঘাটতি দেখা গিয়েছিল বাজারে। কিন্তু সেই ওষুধগুলি কতটা কার্যকরী ছিল করোনাকালে? আদৌ কি সেগুলির কার্যকারিতা ছিল করোনার বিরুদ্ধে? সম্প্রতি একটি গবেষণায় করোনাকালে ব্যবহার করা একটি ওষুধের কার্যকারিতা নিয়েই প্রশ্ন উঠে গেল।
advertisement
3/5
আইভারমেকটিন (Ivermectin), করোনাকালে প্রবল জনপ্রিয় হয়ে ওঠা এই ওষুধটি নিয়ে সাম্প্রতিক গবেষণা বলছে, করোনার বিরুদ্ধে এই ওষুধটি কোন কাজই করতে পারে না। কোন কার্যকারিতাই নেই।
advertisement
4/5
আইভারমেকটিন ছত্রাকঘটিত সংক্রমণ ঠেকানোর একটি ওষুধ। সম্প্রতি আমেরিকার ইউনিভার্সিটি অফ মিনোসোটার-র গবেষকরা আইভারমেকটিন নিয়ে গবেষণা শেষে জানিয়েছেন, এমন কোন সূত্রই পাওয়া যায়নি, যার থেকে বোঝা যায় এটি করোনার বিরুদ্ধে সামান্যতম কাজও করতে পারে।
advertisement
5/5
করোনাকালে ওষুধ নিয়ে রীতিমতো কাড়াকাড়ি চলেছিল। সেই তালিকায় প্রথম দিকেই ছিল আইভারমেকটিন। কিন্তু সেই ওষুধ যে করোনার বিরুদ্ধে কোন কাজই করেনি, তা স্পষ্ট হয়ে গেল।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Ivermectin: করোনা-কালে এই ওষুধটি খেয়েছেন প্রায় সকলেই, এবার গবেষণায় উঠে এল মারাত্মক তথ্য!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল