TRENDING:

ঘিলুতে ঘা! মাথায় কৃমি উঠে যন্ত্রণা, বমি...! কোন ৬ সবজিতে লুকিয়ে থাকে মৃত্যুর বীজ?

Last Updated:
Tapeworm in vegetables: আপনি কি জানেন, কিছু সবজির মধ্যেই বাসা বাঁধে ফিতা কৃমি। যা থেকে হতে পারে ভয়ানক ব্যাধি! কোন কোন সবজি রয়েছে এই তালিকায়?
advertisement
1/11
মাথায় কৃমি উঠে যন্ত্রণা, বমি...! কোন ৬ সবজিতে লুকিয়ে থাকে মৃত্যুর বীজ?
খেতে ভালবাসেন? এই ৬ সবজি থেকে সাবধান! মাথায় কৃমি উঠে গেলে চরম বিপদ। আপনি কি জানেন, কিছু সবজির মধ্যেই বাসা বাঁধে ফিতা কৃমি। যা থেকে হতে পারে ভয়ানক ব্যাধি! কোন কোন সবজি রয়েছে এই তালিকায়? শুরুতেই রয়েছে একটি শীতকালীন সবজির নাম।
advertisement
2/11
ফিতাকৃমি যে সব সবজিতে বাসা বাঁধে, তার শুরুতেই রয়েছে একটি শীতকালীন সবজির নাম। আতঙ্কিত হবেন না, জেনে নিন।
advertisement
3/11
বাঁধাকপির আনাচেকানাচে বাসা বেঁধে থাকে ফিতা কৃমি। বিপুল পরিমাণে বংশবিস্তার করে এই প্রাণী। বাঁধাকপি ভাল ভাবে না ধুলে খাবারের সঙ্গে পেটে চলে যাবে কৃমির ডিম। সোজা মস্তিষ্কের ঘিলুতে পৌঁছে যায় সেগুলো।
advertisement
4/11
'অনলি মাই হেলথ'-এর এক প্রতিবেদন অনুসারে কৃমির সমস্যায় ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে আসে। অসহ্য মাথা যন্ত্রণা, বমি হতে পারে এর থেকে। অজ্ঞান হয়ে যান আচমকা কেউ কেউ। এই কৃমি বা ডিম বৃহদন্ত্র এ গেলেও শুরু হয় প্রদাহ। ছটফট করবেন পেটের সমস্যা এবং বমিতে। ফুলে যেতে পারে গা হাত পা।
advertisement
5/11
আরবি লিভ্স বা কচু পাতাতেও থাকে এই ফিতা কৃমি। মান কচু বা কচুর লতি খেতে যাঁরা ভালবাসেন, রান্না করার আগে ভাল করে ধুয়ে নিন।
advertisement
6/11
বেগুনের বীজের মধ্যেও ঢুকে থাকে ফিতাকৃমির ডিম। রান্না করার আগে ভাল করে ধুয়ে নিন বেগুনের ভিতরটা।
advertisement
7/11
কুঁন্দরীর ভিতরেও বিপদ লুকিয়ে থাকে। বড় বড় হলদে কুঁন্দরী খাওয়ার আগে ভাল ভাবে ধুয়ে পরিষ্কার করুন।
advertisement
8/11
ক্যাপসিকামের মধ্যেও ঢুকে থাকে কৃমির ডিম। রান্না করার আগে বীজ বার করে পরিষ্কার করুন ভাল করে।
advertisement
9/11
পটলের বীজেও লুকিয়ে থাকতে পারে কৃমি। কৃত্রিম সার দিয়ে ফলানো পটল এড়িয়ে চলুন। বীজ ফেলে দিয়ে তবেই রান্না করুন।
advertisement
10/11
ফিতা কৃমি মাথায় উঠে গিয়ে ঘিলুতে বাসা বাঁধে। এর ফলে সিস্টিসারকোসিস রোগ হয়। এতে অসহ্য মাথা যন্ত্রণা, পেশিতে ফোলা ভাব, টিউমর এমনকি ব্রেন ড্যামেজ অবধি হতে পারে।
advertisement
11/11
 Disclaimer: এই প্রতিবেদন শুধুমাত্র তথ্যের জন্য। বিস্তারিত জানতে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
ঘিলুতে ঘা! মাথায় কৃমি উঠে যন্ত্রণা, বমি...! কোন ৬ সবজিতে লুকিয়ে থাকে মৃত্যুর বীজ?
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল