Summer: গরমে শিশুদের মধ্যে বাড়ছে পেটের অসুখ, কী করে খেয়াল রাখবেন?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Summer: খাওয়ার আগে হাত ধোয়া অভ্য়াস করান। শিশুদের শরীরে বেশিরভাগ জীবাণু হাত না ধোয়ার কারণেই প্রবেশ করে। এছাড়া নখ যাতে পরিষ্কার থাকে, সেটাও দেখুন।
advertisement
1/5

গরম বাড়ছে। তার সঙ্গে পাল্লা দিয়ে ভুগছে ছোটরা। পেটখারাপ আর বমির সমস্য়া সবচেয়ে বেশি। কী করবেন এই প্রশ্ন থেকেই যাচ্ছে...
advertisement
2/5
শিশুকে নুন চিনির জল খাওয়ান। ডাবের জল, খিচুড়ি, মসুর ডাল শিশুর জন্য় উপকারী।
advertisement
3/5
দুধ বা দুধ থেকে তৈরি খাবার সহ্য় না হলে সেটা দেবেন না।
advertisement
4/5
খাওয়ার আগে হাত ধোয়া অভ্য়াস করান। শিশুদের শরীরে বেশিরভাগ জীবাণু হাত না ধোয়ার কারণেই প্রবেশ করে। এছাড়া নখ যাতে পরিষ্কার থাকে, সেটাও দেখুন।
advertisement
5/5
সব স্কুলও খুলে গিয়েছে। খেয়াল রাখবেন টিফিনে কোনওরকম মশলাদার খাবার না দেওয়ার।