Ranga Alu in Blood Sugar: একে আলু, তার উপর মিষ্টি! রাঙা আলু কি ব্লাড সুগারে খাওয়া যায়? নাকি চড়চড়িয়ে বাড়বে ডায়াবেটিস? জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Ranga Alu in Blood Sugar: ভাবনায় তাঁরা থাকেন রাঙা আলু বা মিষ্টি আলু নিয়েও৷ একে মিষ্টি, তার পর আলু! এই কন্দ খেলে কি ব্লাড সুগার বাড়ে? চরমে ওঠে ডায়াবেটিস?
advertisement
1/5

শীতের বাজারে সবজির কোনও অভাব নেই৷ কিন্তু সেখানেও ডায়াবেটিস রোগীদের বিধিবাম৷ তাঁরা সব সবজি খেতে পারবেন কিনা সেটা নিয়ে ভাবতে বসেন৷ কোন সবজি খেলে রক্তে শর্করা বাড়বে, কোনটা খেলে বাড়বে না-এ নিয়ে তাঁদের চিন্তার শেষ থাকে না৷
advertisement
2/5
সেরকমই ভাবনায় তাঁরা থাকেন রাঙা আলু বা মিষ্টি আলু নিয়েও৷ একে মিষ্টি, তার পর আলু! এই কন্দ খেলে কি ব্লাড সুগার বাড়ে? চরমে ওঠে ডায়াবেটিস? সেই চিন্তা দূর করেছেন পুষ্টিবিদ অবনী কৌল৷
advertisement
3/5
যদিও মিষ্টি আলুতে কার্বোহাইড্রেট বেশি থাকতে পারে, তবে তারা রক্তে শর্করাকে আকাশচুম্বী করতে পারে না। তাদের গ্লাইসেমিক সূচক - তারা কত দ্রুত রক্তে শর্করার পরিমাণ বাড়ায় - আপনি কীভাবে তাদের প্রস্তুত করেন তার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।
advertisement
4/5
যদিও ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের মিষ্টি আলু সম্পূর্ণরূপে পরিহার করার দরকার নেই, তবে মিষ্টি আলু খাওয়ার সময় পরিমাণ, ধরন, প্রস্তুতি, মশলা, এবং সঙ্গের খাবারের কথা মাথায় রাখা গুরুত্বপূর্ণ।
advertisement
5/5
মিষ্টি আলু ডায়াবেটিস রোগীদের জন্য ভাল হতে পারে। সর্বোপরি, এই কন্দজাতীয় সবজিগুলি বিশ্বের উপক্রান্তীয় এবং গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলের সবচেয়ে পুষ্টিকর সবজিগুলির মধ্যে একটি। ডায়াবেটিসে রাঙা আলু খেলে গ্রহণ করুন পরিমিত পরিমাণে৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Ranga Alu in Blood Sugar: একে আলু, তার উপর মিষ্টি! রাঙা আলু কি ব্লাড সুগারে খাওয়া যায়? নাকি চড়চড়িয়ে বাড়বে ডায়াবেটিস? জানুন