TRENDING:

Swami Vivekananda Top Motivational Quotes: যে কোনও সমস্যায় বাঁচার পথ দেখাবে বিবেকানন্দের এই ৫ দৃপ্ত বাণী, জানুন

Last Updated:
Swami Vivekananda Top Motivational Quotes: জীবনের পথে কখনও হতাশা ঘিরে ধরলে স্বামী বিবেকানন্দের বাণী আপনাকে উদ্বুদ্ধ করতে সাহায্য করতে পারে। জানুন...
advertisement
1/9
যে কোনও সমস্যায় বাঁচার পথ দেখাবে বিবেকানন্দের এই ৫ দৃপ্ত বাণী, জানুন
রবিবার স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী। ১৮৬৩ সালের ১২ জানুয়ারি উত্তর কলকাতায় জন্মগ্ৰহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ। তাঁর দৃপ্ত বাণী ও জীবসেবার ধর্ম উদ্বুদ্ধ করে তোলে গোটা বিশ্বের তরুণ সমাজকে। মানুষের দুঃখ-দুর্দশা দূর করার মধ্যে দিয়েই ঈশ্বরলাভ সম্ভব, এই দর্শনকেই প্রতিষ্ঠা করেন তিনি‌।
advertisement
2/9
জীবনের পথে কখনও হতাশা ঘিরে ধরলে স্বামী বিবেকানন্দের বাণী আপনাকে উদ্বুদ্ধ করতে সাহায্য করতে পারে। মানসিক চাপ ও ডিপ্রেশন থেকে ঘুরে দাঁড়াতে বিবেক বাণী আপনাকে উজ্জীবিত করবে।
advertisement
3/9
বিবেকানন্দ সন্ন্যাসজীবনের নানা সময়ে দৃপ্ত বাণী ছড়িয়ে দেন তাঁর আগুনে বক্তৃতার মাধ্যমে। তাঁর লেখা একাধিক বইয়েও রয়েছে এমন বাণী যা মানুষকে প্রতিনিয়ত উদ্বুদ্ধ করে।
advertisement
4/9
রইল স্বামী বিবেকানন্দের এমনই কয়েকটি বিখ্যাত বাণী, যা আপনাকে নতুন করে জীবনকে দেখতে সাহায্য করতে পারে।
advertisement
5/9
জীবনে তিনটি আদর্শ চোখ বন্ধ করে মেনে চলার কথা বলেছেন স্বামীজী। তিনি বলেছেন, 'যারা তোমায় সাহায্য করেছে, তাঁদের কখনও ভুলে যেও না। যারা তোমাকে ভালোবাসে, তাদের কোনওদিন ঘৃণা করো না। আর যারা তোমাকে বিশ্বাস করে, তাদের কখনও ঠকিয়ো না।'
advertisement
6/9
'সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও, তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ।'
advertisement
7/9
'ওঠো , জাগো এবং লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত থেমো না।'
advertisement
8/9
'উঁচুতে উঠতে হলে তোমার ভেতরের অহংকারকে বাহিরে টেনে বের করে আনো, এবং হালকা হও … কারণ তারাই ওপরে উঠতে পারে যারা হালকা হয়।'
advertisement
9/9
'সেবা করো তাৎপরতার সাথে। দান করো নির্লিপ্ত ভাবে। ভালবাসো নিঃস্বার্থভাবে। ব্যয় করো বিবেচনার সাথে। তর্ক করো যুক্তির সাথে। কথা বলো সংক্ষেপে।'
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Swami Vivekananda Top Motivational Quotes: যে কোনও সমস্যায় বাঁচার পথ দেখাবে বিবেকানন্দের এই ৫ দৃপ্ত বাণী, জানুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল