TRENDING:

প্রতি ১০ জনের ৭ জন ভারতীয় মহিলা পুরুষদের ধোঁকা দেন, সার্ভে রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য উড়িয়ে দিচ্ছে স্বামীদের রাতের ঘুম

Last Updated:
আপনি নিশ্চিন্ত তো ?
advertisement
1/9
প্রতি ১০ জনের ৭ জন ভারতীয় মহিলা পুরুষদের ধোঁকা দেন, সার্ভে রিপোর্টে চাঞ্চল্য
বিয়ে করেছেন বা বিয়ে করতে চলেছেন? ভারতীয় মেয়েদের চরিত্রবতী বলেই আদিকাল থেকে প্রজেক্ট করা হয় ৷ কিন্তু সাম্প্রতিক সার্ভে চাঞ্চল্যকর তথ্য সামনে নিয়ে আসছে তাতে চমকে যাবেন ৷ Photo - Representive
advertisement
2/9
ভারতীয় সমাজে নারীর চরিত্র নিয়ে এক ছবি আঁকা রয়েছে ৷ এই দেশে সীতা-সাবিত্রীদের গল্প শুনিয়ে-পড়িয়ে মেয়েদের বড়া করার প্রচলন রয়েছে ৷ Photo- Collected
advertisement
3/9
Gleeden নামের একটি এক্সট্রা ম্যারিটাল অ্যাপ এই সার্ভে চালিয়েছে ৷ তাদের সার্ভে অনুযায়ি প্রতি ১০ জন মহিলার মধ্যে ৭ জন নিজের স্বামীদের চিট করেন ৷ Photo - Representive
advertisement
4/9
এই সংস্থার ভারতে এই মুহূর্তে ৫ লক্ষ ক্লায়েন্ট আছে ৷ যাদের ভিত্তিতে গভীর রিসার্চ চালিয়েছে সংস্থা ৷ এই সংস্থার রিপোর্টের ভিত্তিতে জানানো হয়েছে বেঙ্গালুরু, কলকাতা, মুম্বইয়ের মতো শহরে বিবাহিত মহিলাদের বহুগামিতা চোখে পরার মতো ৷ Photo - Representive
advertisement
5/9
বিয়ের সম্পর্কের বোঝা বইতে বইতে ক্লান্ত মহিলারা ভালোবাসার খোঁজে এই নতুন সম্পর্কের জানলায় দাঁড়ান ৷ Photo - Representive
advertisement
6/9
১০ জনের মধ্যে চারজন মহিলা জানিয়েছেন অচেনা পুরুষদের সঙ্গে প্রেম-প্রেম কথা বলে আবার জীবনে ফিরে আসতে পারছেন৷ নিজেদের স্বামীদের সঙ্গেও এর ফলে ভালো সময় কাটাচ্ছেন তাঁরা ৷ নিজেদের জীবন আনন্দে ভরে নিতে পারায় নিজের পরিবারকেও আনন্দে ভরিয়ে দেন ৷ Photo - Representive
advertisement
7/9
সমীক্ষায় ২০ শতাংশ পুরুষ ও ১৩ শতাংশ মহিলা জানিয়েছেন তাঁদের পার্টনারদের ধোঁকা দিচ্ছেন ৷ Photo - Representive
advertisement
8/9
২০০৭ সালে এই অ্যাপ প্রথমবার ফ্রান্সে লঞ্চ হয় ৷ তারপর ২০১৭ সালে এটা ভারতে লঞ্চ হয় ৷ ৩৪ থেকে ৪৯ বছরের মহিলা এই অ্যাপ ব্যবহার করেন ৷ ভারতে ব্যবহারকারীদের ৩০ শতাংশ মহিলা এই অ্যাপ ব্যবহার করেন ৷ Photo - Representive
advertisement
9/9
বিবাহিত মহিলাদের বদ্ধ একঘেয়ে জীবন থেকে মুক্তি দিতেই অ্যাপ এমনটাই জানিয়েছেন অ্যাপ মেকাররা ৷ পাশাপাশি তাঁরা জানিয়েছেন ৭৭ শতাংশ মহিলা এই অ্যাপ থেকে নিজেদের জীবনে নতুনত্বের স্বাদ নিয়ে এসেছেন যা আর তারা নিজেদের বিবাহিত জীবন থেকে পান না ৷ Photo - Representive
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
প্রতি ১০ জনের ৭ জন ভারতীয় মহিলা পুরুষদের ধোঁকা দেন, সার্ভে রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য উড়িয়ে দিচ্ছে স্বামীদের রাতের ঘুম
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল