Toothbrush: কীভাবে ধুচ্ছেন টুথব্রাশ? রোজ জমছে লক্ষ লক্ষ ব্যাক্টেরিয়া? রোজ সকালেই শরীরের দফারফা হচ্ছে না তো? বিশেষজ্ঞের মত জানলে ঘুম উড়ে যাবে
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Surprising Truth About Toothbrush: প্লাস্টিক দিয়ে তৈরি হয় টুথব্রাশ। টুথব্রাশে ব্রাশ করার পর এতে প্রবেশ করে লক্ষ লক্ষ ব্যাক্টেরিয়া। তারপরেই যখন ওই ব্রাশ আবার ব্যবহার করা হয়, তখন ওই ব্রাশেই থেকেই যায় সেইসব ব্যাক্টেরিয়ার দল।
advertisement
1/9

সকালে ঘুম থেকে উঠেই সকলের প্রথম সঙ্গী টুথব্রাশ। সারারাত ধরে মুখের মধ্যে জমতে থাকে ব্যাক্টেরিয়া। সকালে উঠে টুথব্রাশ আর টুথপেস্টের মদতে তাদের ধুয়ে ফেলেই ‘ফ্রেশ’ সকাল শুরু করেন বেশিরভাগ সকলে। কিন্তু ব্রাশ করার পর সেই ব্রাশ কীভাবে ধুচ্ছেন? দাঁত এবং শরীরের সুরক্ষায় রোজ হচ্ছে না তো বড় ভুল।
advertisement
2/9
প্লাস্টিক দিয়ে তৈরি হয় টুথব্রাশ। টুথব্রাশে ব্রাশ করার পর এতে প্রবেশ করে লক্ষ লক্ষ ব্যাক্টেরিয়া। তারপরেই যখন ওই ব্রাশ আবার ব্যবহার করা হয়, তখন ওই ব্রাশে থেকেই যায় সেইসব ব্যাক্টেরিয়ার দল।
advertisement
3/9
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, টুথব্রাশকে তাই ভাল করে ধোয়া খুবই গুরুত্বপূর্ণ। বেশিরভাগ ক্ষেত্রেই ব্রাশ করার পর জলে ধুয়েই টুথব্রাশটিকে রেখে দেন সকলে। কিন্তু জানলে অবাক হবেন শুধু জলে ধুয়ে রেখে দেওয়া মোটেই স্বাস্থ্যকর নয়।
advertisement
4/9
advertisement
5/9
শুধু তাই নয়, প্রতিবেদন অনুযায়ী, বিজ্ঞানীরা সতর্ক করছেন, টুথব্রাশ হোল্ডার, অর্থাত্ যেখানে ওই টুথব্রাশটি রাখা থাকে সেখানেও জমতে থাকে লক্ষ লক্ষ ব্যাক্টেরিয়া। তাই এই হোল্ডারটি পরিষ্কার করাও বেশ গুরুত্বপূর্ণ।
advertisement
6/9
ইলেকট্রিক টুথব্রাশ ব্যবহার করলেও ক্ষতি হতে পারে। সাধারণত নোংরা টুথব্রাশের কারণে কোনো রোগ তাৎক্ষণিকভাবে দেখা যায় না। কিন্তু ধীরে ধীরে শরীরে প্রবেশ করতে থাকে এইসব ব্যাক্টেরিয়া। যেগুলি পরবর্তীতে বহু রোগের কারণ হয়ে উঠতে পারে।
advertisement
7/9
advertisement
8/9
advertisement
9/9
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Toothbrush: কীভাবে ধুচ্ছেন টুথব্রাশ? রোজ জমছে লক্ষ লক্ষ ব্যাক্টেরিয়া? রোজ সকালেই শরীরের দফারফা হচ্ছে না তো? বিশেষজ্ঞের মত জানলে ঘুম উড়ে যাবে