TRENDING:

Sundarbans: পুজোতে সুন্দরবন বেড়াতে যাওয়ার পরিকল্পনা আছে?‌ এবার থেকে মানতে হবে এই নির্দেশিকাগুলি

Last Updated:
Sundarbans: সুন্দরবনের জঙ্গল পর্যটকদের কাছে বরাবরই পছন্দের জায়গা। মরশুমের সময় অনেক বেশি সংখ্যক পর্যটক সুন্দরবনে হাজির হন। এবার অনুমতির কালোবাজারি রুখতে এবং ভ্রমণার্থীদের জঙ্গল ঘোরাতে ব্যাঘ্রপ্রকল্পের তরফ থেকে নেওয়া হয়েছে একগুচ্ছ ব্যবস্থা।
advertisement
1/6
পুজোতে সুন্দরবন বেড়াতে যাওয়ার পরিকল্পনা আছে?‌ এবার থেকে মানতে হবে এই নির্দেশিকাগুলি
সুন্দরবনের জঙ্গল পর্যটকদের কাছে বরাবরই পছন্দের জায়গা। মরশুমের সময় অনেক বেশি সংখ্যক পর্যটক সুন্দরবনে হাজির হন। পরিবেশের ক্ষতি হয় বলে অভিযোগ ওঠে। অসাধু ব্যবসায়ী ও লঞ্চমালিকরা কৃত্রিম চাহিদা তৈরি করে বলে অভিযোগ।
advertisement
2/6
নির্দিষ্ট দিনে অনুমতি না পেয়ে জঙ্গল সাফারি বন্ধ রাখতে হয় বহু পর্যটকদেরকে। পুজোর পর থেকেই গোটা শীতকাল পর্যটকদের ভিড় বাড়বে সুন্দরবনে। এবার অনুমতির কালোবাজারি রুখতে এবং ভ্রমণার্থীদের জঙ্গল ঘোরাতে ব্যাঘ্রপ্রকল্পের তরফ থেকে নেওয়া হয়েছে একগুচ্ছ ব্যবস্থা।
advertisement
3/6
ব্যাঘ্রপ্রকল্পের তরফে জানানো হয়েছে, এবার আর আগে থেকে কোনওভাবেই পর্যটকশূন্য জলযানকে অনুমতিপত্র দেওয়া যাবে না। অনুমতিপত্র নিতে হলে বিভিন্ন লঞ্চ এবং বোট মালিকদের নির্দিষ্ট ওটিপি মারফত সেটি কার্যকরী করতে হবে। এর ফলে সঠিক পর্যটকরা ভালোভাবে সুন্দরবনে ঘুরতে পারবেন।
advertisement
4/6
বিভিন্ন অসাধু ব্যবসায়ীদের মাধ্যমে কালোবাজারি বন্ধ হবে। অভিযোগ, বেশ কিছু অসাধু ব্যবসায়ী একই সঙ্গে ১০ থেকে ১২ টি জলযানের অনুমতিপত্র পাশ করিয়ে নেন। পাখিরালয়, দয়াপুর এবং গোসাবার বেশ কিছু সাইবার ক্যাফের মালিকদের বিরুদ্ধেও পারমিশন ব্লক করার অভিযোগ উঠেছে।
advertisement
5/6
বনদফতরের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগে থেকে অনুপতিপত্র পাশ করাতে গেলে পর্যটকদের নামের তালিকা ও যথাযথ পরিচয়পত্র জমা করতে হবে। জঙ্গলে ঢোকার আগে সেই অনুমতিপত্র নির্দিষ্ট অফিসে গিয়ে দেখাতেও হবে। অনলাইনে অনুমতির সময় পর্যটকদের যে পরিচয়পত্র আপলোড করা হয়েছিল, সেগুলিও যাচাই হবে। সব ঠিক থাকলে তবেই জঙ্গলে ঢোকার অনুমতি মিলবে।
advertisement
6/6
অসৎ উপায় নিলে লঞ্চ মালিকরা শাস্তির মুখে পড়তেও পারেন। একাধিকবার অভিযোগ সামনে এলে সুন্দরবনে লঞ্চ ঢোকার অনুমতি একমাসের জন্য বন্ধ রাখা হবে বলেও জানানো হয়েছে। “সমস্ত অনুমতি অনলাইনে হওয়ার কারণে বিভিন্ন সময় পারমিশন না পাওয়ার অভিযোগ আসছিল। নির্দিষ্ট কিছু টুরিস্ট অপারেটর এবং সাইবার ক্যাফের বিরুদ্ধেই সেই অভিযোগ ছিল। এবার সেই সমস্যা থেকে মুক্তি পাবেন সুন্দরবনে ঘুরতে আসা সমস্ত পর্যটকরা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Sundarbans: পুজোতে সুন্দরবন বেড়াতে যাওয়ার পরিকল্পনা আছে?‌ এবার থেকে মানতে হবে এই নির্দেশিকাগুলি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল