TRENDING:

Summer Vacation Travel Plan: হাতে লম্বা ছুটি? ঘুরে আসুন এই ৫ জায়গা থেকে, আজীবন স্মৃতি হয়ে থাকবে

Last Updated:
Summer Vacation Travel Plan: যদি কেউ বেড়াতে গিয়ে সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে প্রাকৃতিক বিস্ময় এবং ইতিহাস খুঁজে দেখতে চান, তাহলে এই ৫ জায়গা তাঁদের জন্য আদর্শ।
advertisement
1/7
হাতে লম্বা ছুটি? ঘুরে আসুন এই ৫ জায়গা থেকে, আজীবন স্মৃতি হয়ে থাকবে
দু'দিনের ছুটি পেলেই দিঘা কিংবা পুরী। বাঙালির সবচেয়ে প্রিয় গন্তব্য। কিন্তু লম্বা ছুটি পেলে? দেশকে জানা না কি বিদেশ ভ্রমণ? নিখুঁত গন্তব্য বাছাই করাটা সহজ কাজ নয় মোটেই।
advertisement
2/7
তবে যদি কেউ বেড়াতে গিয়ে সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে প্রাকৃতিক বিস্ময় এবং ইতিহাস খুঁজে দেখতে চান, তাহলে এই ৫ জায়গা তাঁদের জন্য আদর্শ।
advertisement
3/7
কিয়োটো, জাপান: কিয়োটো প্রাচীন রাজকীয় মন্দির, সবুজ বাগান এবং চিরাচরিত টি সেরিমনি-র জন্য বিখ্যাত। জাপানিরাও ভারতীয়দের মতো অতিথিপরায়ণ। কিয়োটোতে সেটা অনুভব করা যায়। এখানকার ফুশিমি ইনারি মন্দির, আরাশিয়ামা ব্যাম্বু গ্রোভ এবং মারুয়ামা পার্কের জমকালো চেরি ব্লসম দেখতে হবে।
advertisement
4/7
কেরল, ভারত: কেরলকে ‘ভারতের দক্ষিণ পশ্চিম অঞ্চলের রত্ন’ বলে অভিহিত করেছে ন্যাশনাল জিওগ্রাফিক ট্রাভেলার। ঝর্না, চা বাগান, তাল গাছে ঘেরা সমুদ্রসৈকত আর জিভে জল আনা খাবার। কী নেই! প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই কেরলের নামডাক। এখানে এলে মুন্নার পাহাড়ে যেতেই হবে। কোভালাম বা ভারকালের সৌন্দর্যও উপভোগ করতে হবে চেটেপুটে।
advertisement
5/7
আইসল্যান্ড: প্রকৃতি এখানে নিজেকে সাজিয়েছে নিজের মতো। যেন ক্যানভাসে আঁকা বিখ্যাত কোনও চিত্রশিল্পীর ছবি। গলফস জলপ্রপাত তো দেখতেই হবে। আর দেখতে হবে নর্দান লাইটস। আকাশ জুড়ে নেচে বেড়ায় রঙবেরঙের আলো। এ এক অনন্য অভিজ্ঞতা। এছাড়া হলগ্রিমস্কির্কজা, ৭৩ মিটার উঁচু টাওয়ার-সহ দেশের বৃহত্তম গির্জা এবং সান ভয়েজার তো রয়েইছে।
advertisement
6/7
হাম্পি, ভারত: হাম্পি হল বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ। ইতিহাস এখানে যেন চুপটি করে বসে রয়েছে। কিছুক্ষণের মধ্যেই আড়মোড়া ভেঙে উঠে দাঁড়াবে। ইউনেস্কো হাম্পিকে ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা দিয়েছে। পাথরের মন্দির, বিশাল প্রাসাদ এবং পাথরের তৈরি রথ। পাশেই বজরঙ্গবলির জন্মস্থান অঞ্জনেয়া পাহাড়।
advertisement
7/7
মারাকেচ, মরক্কো: মারাকেচ ‘রেড সিটি’ নামেই পরিচিত। শহর জুড়ে শুধু সরু গলি, তস্য গলি। দ্বাদশ শতাব্দীতে নির্মিত কাউতুবিয়া মসজিদের মুরিশ মিনার এবং সাহারা মরুভূমিতে উটের পিঠে চেপে ভ্রমণ, কানায় কানায় অ্যাডভেঞ্চার। আর মরোক্কান খাবার। না খেলে পস্তাতে হবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Summer Vacation Travel Plan: হাতে লম্বা ছুটি? ঘুরে আসুন এই ৫ জায়গা থেকে, আজীবন স্মৃতি হয়ে থাকবে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল