TRENDING:

Summer Travel: পাহাড়ের কোলে এক টুকরো স্বর্গ! গরমের ছুটিতে যান এই ৫ অচেনা পাহাড়ি গ্রামে! খুব সস্তা! জানুন

Last Updated:
Summer Travel: দার্জিলিং তো অনেক হল! এবার যান এই পাঁচ অজানা গ্রামে! মনে হবে স্বর্গ! থাকা-খাওয়া সব কিছুই খুব সস্তা! জানুন বিস্তারিত
advertisement
1/5
পাহাড়ের কোলে এক টুকরো স্বর্গ! গরমের ছুটিতে যান এই ৫ অচেনা পাহাড়ি গ্রামে!
সিটং: সিটং আরেকটি ছোট পাহাড়ি জায়গা কার্শিয়াং এর কাছাকাছি ৪ হাজার হাজার ফুট উচ্চতায় আছে সমুদ্রপৃষ্ঠ থেকে। ইউক্যালিপটাস গাছের এবং জঙ্গলের মধ্যে দিয়ে সূর্যের রশ্মি নিজের পথ খুঁজে নিয়েছে। পাথরের গায়ে সচ্ছ ও সাদা ঝরনা কেটে বেরিয়ে যাচ্ছে যা দেখলে মনে হবে আপনি একটি স্বর্গে এসে পৌঁছেছেন।
advertisement
2/5
জোড়পোখরি: পাহাড়ে ঘেরা ছোট্ট শৈল শহর। দার্জিলিং থেকে ১৯ কিলোমিটার দূরে অবস্থিত! জোড় কথার অর্থ দুই এবং পোখরি মানে হ্রদ। জোড়া সরোবর রয়েছে বলেই এই জায়গার নাম রাখা হয়েছে জোড়পোখরি। আপনি যদি জঙ্গল ভালবাসেন তাহলে ঘুরে আসতে পারেন এই জায়গা।
advertisement
3/5
চটকপুর: নিউ জলপাইগুড়ি থেকে ৬৪ কিলোমিটার দূরে আছে পাহাড়ি গ্রাম চটক। উচ্চতা হবে ৭৪০০ ফিট। ওইখানে পৌঁছতে গেলে আপনাকে অথরিটি থেকে একটি পাস বানিয়ে নিতে হবে। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে সরু পথ বেয়ে চলে যাচ্ছে চটকপুর গ্রাম অবধি । ব্যালকনিতে বসে আপনি হোমস্টে থেকে দেখতে পাবেন অপূর্ব সুন্দর মেঘে ঢাকা পর্বত এবং বরফাবৃত কাঞ্চনজঙ্ঘার চূড়া।
advertisement
4/5
লেপচাজগৎ: লেপচাজগৎ-এ সূর্যোদয় একটি স্বর্গীয় দৃশ্য। এটি আরেকটি অফবিট গন্তব্য যা দার্জিলিং থেকে মাত্র ১৯ কিলোমিটার দূর অবস্থিত। আপনি দার্জিলিং থেকে লেপচাজগৎ যেতে পারেন ঘুম স্টেশন হয়ে!রাত্রিবেলায় এই জায়গা থেকে দার্জিলিংয়ের আলোক মন্ডিত রূপ দেখে মুগ্ধ হবেন আপনি।
advertisement
5/5
রামধুরা: দু’দিকে সারি সারি পাইন গাছ। তার মাঝখান দিয়ে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কালিম্পং থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত রামধুরা! প্যারাগ্লাইডিং, বার্ডওয়াচিংও কিন্তু করতে পারেন এখান থেকে। নিউ জলপাইগুড়ি থেকে খাতায় কলমে ৮৬ কিমি আর বাগডোগরা থেকে ৮৯ কিমি এর মতো।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Summer Travel: পাহাড়ের কোলে এক টুকরো স্বর্গ! গরমের ছুটিতে যান এই ৫ অচেনা পাহাড়ি গ্রামে! খুব সস্তা! জানুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল