Summer Tourism Water Park: হাঁসফাঁস গরমে একদিনের জন্য super fun! আসুন কলকাতার কাছে এই জায়গায়, থাকছে জলে ডুবে থাকার সুযোগ
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
কলকাতার খুব কাছাকাছি কোথাও গ্রাম্য পরিবেশে সময় কাটানোর পাশাপাশি ওয়াটার পার্কের মজা নিয়ে ঘুরে আসতে চান তাহলে এবার আপনার ভ্রমণের ঠিকানা হতে পারে এই জায়গা...
advertisement
1/5

হাঁসফাঁস গরমে গ্রাম্য পরিবেশে ওয়েটার পার্কের নতুন ঠিকানা বসিরহাটের শঙ্করপুরে। একদিকে গ্রাম বাংলার মিঠে হাওয়া, মাটির বাড়ি, সবুজ শ্যামল ফসল অপরদিকে তীব্র গরমে স্বস্তি পেতে আছে ওয়াটার পার্কের সুবিধাও। (জুলফিকার মোল্যা)
advertisement
2/5
এই তীব্র গরমে কিংবা কর্মব্যস্ততায় যদি কেউ কলকাতার খুব কাছাকাছি কোথাও গ্রাম্য পরিবেশে সময় কাটানোর পাশাপাশি ওয়াটার পার্কের মজা নিয়ে ঘুরে আসতে চান তাহলে এবার আপনার ভ্রমণের ঠিকানা হতে পারে বসিরহাটের নিমদাড়িয়া শংকরপুর গ্রাম বাংলা ওয়াটার পার্ক।
advertisement
3/5
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট ও টাকি দুই শহরের মাঝেই গ্রাম্য পরিবেশে গড়ে উঠল সবুজ অবায়বের বুক চিরে গড়ে ওঠে এক চিলতে নির্জন শান্ত মনোরম উদ্যান শংকরপুর গ্রাম বাংলা ওয়াটার পার্ক। গ্রাম্য এলাকায় এই উদ্যানকে কেন্দ্র করে এলাকার বহু মানুষ নির্জন মনোরম পরিবেশে সময় কাটান। কেউ বন্ধুবান্ধব, পরিবার পরিজনদের নিয়ে ঘুরতে আসেন। চাইলে কয়েকদিনও কাটাতে পারেন।
advertisement
4/5
উদ্যানেই মিলবে মাটির সোঁদা গন্ধের কটেজ। এই উদ্যানে গ্রাম্য পরিবেশের পাশাপাশি ওয়াটার পার্কে জলের মধ্যে মনের আনন্দে নাচ গান করুন সেখানে। পোশাক এবং লকারের সুবিধাও রয়েছে।এই সময়ে পরিবার পরিজন নিয়ে একটু ঘুরে আসতে পারলে ভালই লাগে। সব বয়সের মানুষ, শিশু থেকে তরুণ বা যুবক, ছেলে বা মেয়ে, পরিবারের সবাই মিলে আনন্দ উপভোগ করা যাবে এ পার্কে।
advertisement
5/5
আর এ অনাবিল আনন্দের সময়টুকুও পাওয়া যাবে সাধ্যের মধ্যেই। তবে চাইলে এখানে থাকার পাশাপাশি খাবারের ব্যবস্থাও আছে। ট্রেন যোগাযোগে এই গন্তব্যে যেতে গেলে শিয়ালদা হাসনাবাদ লোকাল ধরে নিমদারিড়া স্টেশন থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিটে পৌঁছে যাবেন এই স্পটে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Summer Tourism Water Park: হাঁসফাঁস গরমে একদিনের জন্য super fun! আসুন কলকাতার কাছে এই জায়গায়, থাকছে জলে ডুবে থাকার সুযোগ