Pee In Shower: স্নান করতে গেলেই প্রস্রাব হয়? কোনও বড় রোগের লক্ষণ নয় তো? ৯৯% শতাংশ মানুষই আসল সত্যিই জানে না
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
স্নান শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্নান দেহ, মন সতেজ করে তোলে। শরীর থেকে ময়লা পরিষ্কার হয়। বিশেষজ্ঞরা বলেন, বহু রোগ থেকে শরীরকে মুক্ত রাখতে বড় ভূমিকা পালন করে স্নান। বিশেষ এই তীব্র গরমে একবার নয়, একাধিকবার স্নান করছেন অনেকেই।
advertisement
1/8

স্নান শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্নান দেহ, মন সতেজ করে তোলে। শরীর থেকে ময়লা পরিষ্কার হয়। বিশেষজ্ঞরা বলেন, বহু রোগ থেকে শরীরকে মুক্ত রাখতে বড় ভূমিকা পালন করে স্নান। বিশেষ এই তীব্র গরমে একবার নয়, একাধিকবার স্নান করছেন অনেকেই।
advertisement
2/8
তবে অনেকেরই স্নানের সময় প্রস্রাবের স্বভাব রয়েছে। কিন্তু এই স্বভাব কি আদৌ ভাল? স্নানের সঙ্গেই প্রস্রাব হলে তা কোনও রোগের লক্ষণ নয় তো?
advertisement
3/8
ডাঃ অমরেন্দ্র পাঠক জানালেন, স্নানের সময় প্রস্রাব করা ঠিক নাকি ভুল। সমস্ত কারণ বিশদে ব্যাখ্যা করলেন তিনি।
advertisement
4/8
advertisement
5/8
তবে বাথরুমে টয়লেট এবং স্নানের জায়গা আলাদা হয়। ফলে স্নানের জায়গা পরিষ্কার রাখতে হবে। স্নানের আগে এবং পরে বাথরুম সম্পূর্ণ পরিষ্কার এবং স্বাস্থ্যকর হতে হবে।
advertisement
6/8
প্রস্রাবে থাকে ইলেক্ট্রোলাইট এবং ইউরিয়ার মতো উপাদান। টয়লেটের সঙ্গে এগুলি দেহ থেকে নির্গত হওয়া দেহের পক্ষে অত্যন্ত ভাল।
advertisement
7/8
এই টয়লেটে কম ব্যাকটেরিয়া থাকে। তাই শরীরে প্রস্রাব করলে কোনও সংক্রমণ হয় না। স্নানের সময় প্রস্রাব করায় তাই কোনও ক্ষতি নেই। বরং এতে শরীর সুস্থই থাকে।
advertisement
8/8
পরিবেশগতভাবে, ইউরিনালগুলি স্নানের সময় জল সংরক্ষণ করে। এটি ফ্লাশ করার জন্য অতিরিক্ত জলের প্রয়োজন হয় না। বিশ্বের বেশ কয়েকটি দেশে জলের সমস্যা আটকাতে এই প্রক্রিয়া ব্যবহার করা হয়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Pee In Shower: স্নান করতে গেলেই প্রস্রাব হয়? কোনও বড় রোগের লক্ষণ নয় তো? ৯৯% শতাংশ মানুষই আসল সত্যিই জানে না