TRENDING:

Bathing: অসহ‍্য গরম! রোজ রাতে অফিস থেকে ফিরেই স্নান! আরাম পেতে গিয়ে সর্বনাশ করছেন না তো শরীরের?

Last Updated:
Shower at night: অসহ‍্যকর গরমে রাস্তায় বেরোনোই দায়। চাঁদিফাটা রোদে একটু আরাম দেয় ঠান্ডা জলে স্নান। কিন্তু রাতে স্নান করার অভ‍্যাস ঠিক কতটা ভাল?
advertisement
1/10
অসহ‍্য গরম! রোজ রাতে অফিস থেকে ফিরেই স্নান! আরাম পেতে গিয়ে সর্বনাশ শরীরের?
চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। বাড়ছে গরম। বসন্ত যেন উধাও। তার বদলে শীত বিদায় নিতে না নিতেই অসময়েই হাজির গ্রীষ্ণ। গরম পড়তেই একাধিক বার স্না করছেন অনেকে। কিন্তু শরীরের জন‍্য আদৌ ভাল এই অভ‍্যাস।
advertisement
2/10
advertisement
3/10
সারাদিনের পর অসহ‍্য গরম থেকে খানিক স্বস্তি দেয় স্নান। ফলে অনেকেই সারাদিনের পর অফিস থেকে ফিরে রাতে স্নান করছেন। কিন্তু অনেকে আবার ইচ্ছে থাকলেও দোনামোনায় ভুগছেন।
advertisement
4/10
advertisement
5/10
একটি আর্ন্তজাতিক সংবামমাধ‍্যমে প্রকাশিত রিপোর্টে ড: অ‍্যারাগোনা জুসেপে রাতে স্নান করা সম্পর্কে সমস্ত ভ্রান্ত ধারণার অবসান করেছেন।
advertisement
6/10
তিনি জানালেন, দিনে নাকি রাতে? কোন সময়ে স্নান করবেন, তা একান্তভাবে প্রতিটি ব‍্যক্তির উপর নির্ভর করে। কেউ কেউ দিনে, কেউ আবার রাতে স্নান করতে পছন্দ করেন। তবে দুই সময়ের স্নানের কিছু আলাদা আলাদা গুরুত্বও রয়েছে।
advertisement
7/10
advertisement
8/10
ড: অ‍্যারাগোনার মতে, রাতে স্নান করার সবচেয়ে বড় উপকারিতা হল, সারাদিন ধরে শরীরে জমতে থাকে ময়লা, ধুলো, ঘাম। রাতে স্নানের মাধ‍্যমে সেই সমস্ত ময়লাকে ধুয়ে ফেলা যায়।
advertisement
9/10
রাতে স্নান না করলে এই সমস্ত ধুলো ময়লা বিছানাতে যাবে। ফলে নোংরা হবে বিছানাও। যা পরোক্ষ ভাবে ত্বকে প্রবেশ করবে। অ‍্যালার্জীর সমস‍্যাও হতে পারে।
advertisement
10/10
তবে, একেবারে ঠান্ডা জলে স্নান না করে উষ্ণ গরম জলেই স্নান করার পরামর্শ দিয়েছেন তিনি। সুতরাং বাড়ি ফিরে স্নান করায় কোনও ক্ষতি নেই বলেই জানা যাচ্ছে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Bathing: অসহ‍্য গরম! রোজ রাতে অফিস থেকে ফিরেই স্নান! আরাম পেতে গিয়ে সর্বনাশ করছেন না তো শরীরের?
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল