Summer Drinks: ১০ টাকাতেই মিটবে তৃষ্ণা, পাওয়া যাচ্ছে আসল ম্যাংগো জুস! জানুন কোথায়?
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Summer Drinks: গরমের দিনে তৃষ্ণা যেন মিটতে চায় না। সবসময়ই মনটা কেমন ঠান্ডা জিনিসের দিকেই টানে। তাইতো এই সময় লাস্যি , বিভিন্ন শরবত ও ঠান্ডা পানীয় প্রতি মানুষের ঝোঁক বাড়ে।
advertisement
1/6

গরমের দিনে তৃষ্ণা যেন মিটতে চায় না। সবসময়ই মনটা কেমন ঠান্ডা জিনিসের দিকেই টানে। তাইতো এই সময় লাস্যি , বিভিন্ন শরবত ও ঠান্ডা পানীয় প্রতি মানুষের ঝোঁক বাড়ে।
advertisement
2/6
প্রতিবছরের মত এ-বছরও তীব্রমাত্রায় গরম পড়েছে জেলা পুরুলিয়ায়। তাই জেলার মানুষ ভিড় জমাচ্ছেন বিভিন্ন পানীয়র দোকানে।
advertisement
3/6
আর এমন একটি জুসের দোকানের সূচনা হয়েছে পুরুলিয়া শহরের গোশালা মোড়ে। আর সেখানেই একেবারে কম দামে অরিজিনাল আমের জুস পাওয়া যাচ্ছে।
advertisement
4/6
মাত্র ১০ টাকার বিনিময়ে একেবারে অরিজিনাল আমের জুস পাওয়া যায় এই দোকানে। এত কম দামে এত সুস্বাদু জুস কিনতে প্রতিদিনই বহু মানুষ ভিড় জমাচ্ছেন।
advertisement
5/6
প্রতিদিন প্রায় ১৫০ থেকে ২০০ গ্লাস আমের জুস এই দোকানে বিক্রি হচ্ছে বলে দাবি করেছেন ব্যবসায়ী। এই অরিজিনাল আমের জুসের চাহিদা প্রতিনিয়তই বাড়ছে।
advertisement
6/6
যেখানে যেকোনও ব্র্যান্ডের জুসের দাম ৩০ থেকে ৪০ টাকা থেকে শুরু। সেখানে মাত্র ১০ টাকার বিনিময় অরিজিনাল আমের জুস পাওয়া যাচ্ছে শহর পুরুলিয়ায় আর এতেই খুশি ক্রেতারাও।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Summer Drinks: ১০ টাকাতেই মিটবে তৃষ্ণা, পাওয়া যাচ্ছে আসল ম্যাংগো জুস! জানুন কোথায়?