Summercool Drink Easy Recipe: একঘেয়ে তরমুজ নয়, এই 'সামান্য' জিনিসটি মিশিয়ে রস খান, শরীর AC-র মতো ঠান্ডা হবে! রইল রেসিপি
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:Piya Gupta
Last Updated:
Summer cool Drink Easy Recipe: গরমে সবচেয়ে মন টানে রিফ্রেসিং কিছুতে। রেস্তোরাঁয় গিয়ে সস্তায় পুষ্টিকর মকটেল বলতে প্রথমেই সকলের পছন্দ ভার্জিন মোহিতো।
advertisement
1/8

রেস্তরাঁয় বেশি বেশি টাকা খরচ করতে হবে না কম খরচে বাড়িতেই বানান তরমুজের মোহিতো। এই গরমে মিলবে স্বস্তি।
advertisement
2/8
গরমে সবচেয়ে মন টানে রিফ্রেসিং কিছুতে। রেস্তোরাঁয় গিয়ে সস্তায় পুষ্টিকর মকটেল বলতে প্রথমেই সকলের পছন্দ ভার্জিন মোহিতো।
advertisement
3/8
এই রিফ্রেশিং পানীয় খেলে নিমেষে শরীর ঠান্ডা হয়ে যায়। তবে ভার্জিন মোহিতো অনেক খেয়েছেন।
advertisement
4/8
এই গরমে বাড়িতে বানিয়ে নিন তরমুজের মোহিতো। রাধুনী পিউ দাস জানান, এই মোহিতো শরীরকে গরমের হাত থেকে আরাম দেয়।
advertisement
5/8
তরমুজের মোহিতো বানাতে প্রয়োজন তরমুজের ছোট টুকরো,৭-৮টি পুদিনা পাতা, ২ চা চামচ গুঁড়ো চিনি, পরিমাণ মতো আইস কিউব, পরিমাণ মতো ঠান্ডা সোডা ওয়াটার।
advertisement
6/8
প্রথমে কিছু তরমুজের রস করে নিন মিক্সারে। বাকি তরমুজের টুকরো একটি গ্লাসে দিয়ে, পুদিনা পাতা, তরমুজের টুকরো, গুঁড়ো চিনি দিয়ে দিন।
advertisement
7/8
কাঠের হাতল দিয়ে থেঁতো করে তরমুজের রস বের করে নিন। সোডা ওয়াটার ও বরফ মিশিয়ে পরিবেশন করুন।
advertisement
8/8
তীব্র গরমের হাত থেকে রেহাই পেতে বাড়িতেই বানিয়ে ফেলুন তরমুজের এই সহজ রেসিপি। যা শরীর ও মন দুই ভাল রাখবে। (পিয়া গুপ্তা)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Summercool Drink Easy Recipe: একঘেয়ে তরমুজ নয়, এই 'সামান্য' জিনিসটি মিশিয়ে রস খান, শরীর AC-র মতো ঠান্ডা হবে! রইল রেসিপি