এবারের Valentine's Day-তে 'কী প্ল্যান' প্রশ্ন করা বন্ধ করুন!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
সিঙ্গলরা এই দিনটা জাস্ট ভুলে যেতে চান। সমীক্ষা অনুযায়ী ৪৬ শতাংশ সিঙ্গল মনে করেন এই দিনটি একেবারেই সাধারণ একটি দিন। তবে বিরক্তি আসে তখন যখন কেই জিজ্ঞেস করেন, 'কী প্ল্যান আজ?'
advertisement
1/6

ভ্যালেন্টাইন'স উইক শেষের আর একদিন বাকি। রোজ, প্রোপোজ, প্রমিস, হাগ পেরিয়ে এবার আরও কাছাকাছি দু'টি মানুষ। আজ ১৩ ফেব্রুয়ারি। কিস ডে। কাছের মানুষটির আরও কাছে যাওয়ার দিন। ঠোঁটে ঠোঁট রেখে হাজার গল্প বলে ফেলার দিন। কাল ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন'স ডে। তার আগে একটি ম্যাচমেকিং সংস্থা (শাদি ডট কম)-র সমীক্ষা পড়ে নিন। যাঁদের পার্টনার রয়েছে তাঁরা কী ভাবে এই দিনটা কাটাবেন তা যেমন কাউকে বলার প্রয়োজন নেই, তেমনই এটি সিঙ্গলদের ক্ষেত্রেও প্রযোজ্য।
advertisement
2/6
ভ্যালেন্টাইন'স ডে-র আগে মানুষের আবেগ বোঝার জন্য এই সংস্থা একটি সমীক্ষা চালিয়েছে। সেখানেই উঠে এসেছে সিঙ্গলরা এই দিনটা জাস্ট ভুলে যেতে চান। সমীক্ষা অনুযায়ী ৪৬ শতাংশ সিঙ্গল মনে করেন এই দিনটি একেবারেই সাধারণ একটি দিন। তবে বিরক্তি আসে তখন যখন কেই জিজ্ঞেস করেন, 'কী প্ল্যান আজ?'
advertisement
3/6
প্রতি ৪ জনের একজন সিঙ্গল বলেছেন, এই ভি-ডে তাঁদের জন্য অভিশাপের মতো। অযথা যেন মানসিক চাপ তৈরি হয় এই দিনটিতে। বিশেষ করে কাছের বন্ধুরাই যখন শত্রুর মতো প্রশ্ন করা শুরু করে। সমীক্ষায় দাবি, অন্তত ৬৪ শতাংশ মানুষের বক্তব্য অত্যন্ত কাছের মানুষের কাছ থেকেই এই প্রশ্ন সবচেয়ে বেশি জানতে চাওয়া হয়।
advertisement
4/6
যাঁরা ভ্যালেন্টাইন নিয়ে সময় কাটান তাঁদের থেকে অনেক বেশি পরিমাণে চাপে থাকেন সিঙ্গলরা। এই চাপের কথা মেনে নিয়েছেন সমীক্ষার অন্তত ৪০ শতাংশ সিঙ্গল। ৬২ শতাংশের মতে, এই দিনটাতে একা থাকা যেন পাপের সমান। এমনটাই পারিপার্শ্বিকের কথায় মনে হয় তাঁদের।
advertisement
5/6
সিঙ্গলদের নিয়েই এই সমীক্ষার বেশিরভাগ অংশ সংগঠিত হয়েছে। প্রায় ১২০০ সিঙ্গল জবাব দিয়েছেন প্রশ্নোত্তর পর্বে। #TakeThePressureOff নামে একটি ক্যাম্পেনও চালিয়েছে এই সংস্থা। অনেকে আবার এই দিনই কাউকে খুঁজে বের করার প্রবল চেষ্টাও চালান বলে সমীক্ষায় জানা গিয়েছে।
advertisement
6/6
সংস্থার সিনিয়র ডিরেক্টর আধিশ জাভেরির মতে, এই দিনটিতে সিঙ্গলদের সবচেয়ে বেশি মানসিক চাপ হয়। সোশ্যাল প্ল্যাটফর্মে ক্রমাগত মানুষের পোস্ট আরও বেশি করে হতাশা ডেকে আনে। তবে ভালোবাসা শুধু পার্টনারের সঙ্গে নয়, বরং বন্ধু, কাছের মানুষ, পরিবার সকলের সঙ্গেই এমন ভালোবাসার দিন উদযাপন সম্ভব। শুধু তাতে নিজস্বতা রাখতে হবে।