Spider Plant: সবুজ হয়ে উঠবে বারান্দা! অল্প রোদে ঝাঁকড়া হয়ে উঠবে স্পাইডার প্ল্যাট, যত্নের কয়েকটা নিয়ম মানতে হবে
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
স্পাইডার প্লান্ট হল খুবই জনপ্রিয় একটি ইনডোর প্লান্ট। অনেকে ছাদে বা বারান্দায় এই গাছ রাখেন। এই গাছটিকে সঠিকভাবে পরিচর্যার প্রয়োজন রয়েছে। নাহলে গাছটি শুকিয়ে যেতে পারে।
advertisement
1/6

স্পাইডার প্লান্ট হল খুবই জনপ্রিয় একটি ইনডোর প্লান্ট। অনেকে ছাদে বা বারান্দায় এই গাছ রাখেন। এই গাছটিকে সঠিকভাবে পরিচর্যার প্রয়োজন রয়েছে। নাহলে গাছটি শুকিয়ে যেতে পারে।
advertisement
2/6
একটা ধারণা প্রচলিত রয়েছে, স্পাইডার প্ল্যান্ট বাঁচাতে প্রচুর আলোর দরকার। ব্যাপারটা সেরকম নয়। একটু কম আলোতেই এই গাছ বেশ ভাল ভাবে বাড়তে পারে।
advertisement
3/6
সময় মত জল দিতে হবে এই গাছে। এই গাছের পাতা শুকিয়ে গেলে সেই শুকনো পাতা ঝটপট কেটে দিতে হবে। তা হলে আরও তাড়াতাড়ি বাড়বে এই গাছ।
advertisement
4/6
বাড়িতে স্পাইডার প্ল্যান্ট লাগালে বাতাস বিশুদ্ধ হয়। এটি এয়ার পিউরিফায়ারের মতো কাজ করে। বাতাসে উপস্থিত টলুইন, কার্বন মনোক্সাইড, জাইলিন, ফরমালডিহাইড দূর করতে সাহায্য করে।
advertisement
5/6
আপনি বাড়ির বসার ঘর, রান্নাঘর, বারান্দা বা স্টাডি রুমে এই গাছ লাগাতে পারেন। এই গাছটি ঘরে রাখলে উপকার পাওয়া যায়। এই গাছ বাড়িতে শুকাতে দেবেন না আপনি।
advertisement
6/6
আপনি যদি এই গাছটি আপনার অফিসে রাখতে চান তবে আপনি কাজের জায়গার টেবিলে রাখতে পারেন। এই স্পাইডার প্লান্ট খুবই সুন্দর একটি গাছ। আপনি বাড়িতে লাগাতে পারেন আপনি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Spider Plant: সবুজ হয়ে উঠবে বারান্দা! অল্প রোদে ঝাঁকড়া হয়ে উঠবে স্পাইডার প্ল্যাট, যত্নের কয়েকটা নিয়ম মানতে হবে