TRENDING:

Christmas 2025: দিঘার কাছেই বড়দিন কাটান পর্তুগিজ পাড়ায়, তৈরি হচ্ছে হোম-স্টে! কড়া শীতে ঘুরে আসুন

Last Updated:
Christmas 2025: বড়দিনের ছুটি পর্তুগিজ পাড়ায় দিন কাটানোর সুযোগ। কারণ স্থানীয়দের উদ্যোগে তৈরি হচ্ছে হোম-স্টে! শীতকালীন পর্যটন মরশুমে পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠবে বলে অভিমত স্থানীয়দের!
advertisement
1/6
দিঘার কাছেই বড়দিন কাটান পর্তুগিজ পাড়ায়, তৈরি হচ্ছে হোম-স্টে! কড়া শীতে ঘুরে আসুন
*এবার বড়দিনের ছুটি পর্তুগিজ পাড়ায় দিন কাটানোর সুযোগ। কারণ স্থানীয়দের উদ্যোগে তৈরি হচ্ছে হোম-স্টে! শীতকালীন পর্যটন মরশুমে পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠবে বলে অভিমত স্থানীয়দের!
advertisement
2/6
*বড়দিন থেকে বছরের প্রথম দিন আনন্দ উৎসবে মেতে ওঠে পর্তুগিজ গ্রাম! সেই আনন্দে সামিল হয় পর্যটকেরা। প্রতি বছর বড়দিনে মেতে ওঠে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের গেঁওখালির মীরপুর গ্রামের পর্তুগিজ পাড়া। ২৫ ডিসেম্বর-১ জানুয়ারি পর্যন্ত হয় নানা অনুষ্ঠান। সেই অনুষ্ঠান দেখতে পর্যটকেরা ভিড় জমালেও রাতের মধ্যে ফিরে যেতে হয় তাঁদের।
advertisement
3/6
*মহিষাদল থানার অন্তর্গত গেঁওখালির কাছে মীরপুরে রোমান ক্যাথলিক ও সিএনআই, দু'টি চার্চ রয়েছে। প্রতি বছর বড়দিনে এখানে বহু পর্যটক আসেন ভিন জেলা থেকে। কিন্তু রাত্রিযাপনের সুযোগ না থাকায় তাদের সন্ধের মধ্যেই ফিরতে হত। তাই পর্যটকেরা খানিকটা হতাশ হয়ে এই বাড়ি ফিরতেন।
advertisement
4/6
*পর্যটকদের পরে আরও আনন্দ দিতে এবার এগিয়ে এল স্থানীয়রাই! ওই এলাকায় কোনও হোম-স্টে নেই। তাই কয়েকজন গ্রামবাসী পর্যটকদের কথা মাথায় রেখে হোম-স্টে তৈরির সিদ্ধান্ত নিলেন।
advertisement
5/6
*উদ্যোক্তাদের মধ্যে এডওয়ার্ড রথা বলেন, "উৎসবের ক'দিন এই জেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলা থেকে বহু পর্যটক আসেন। স্থানীয় ভাবে বাড়িতে হোমস্টে হলে আরও অনেক পর্যটক আসবেন এই গ্রামে। তাই আমরা কয়েকটি পরিবার ভেবেছি পর্যটকদের থাকার জন্য বাড়ির কোনও একটা ঘর ভাল করে সাজিয়ে হোম-স্টে বানাব।"
advertisement
6/6
*মহিষাদলের ইতিহাস পর্যালোচনা জানা যায়, ১৭৪২ সালে বাংলা যখন বর্গী হামলায় অতিষ্ট, তখন মহিষাদল রাজ পরিবারের রানি জানকী নিজের পরগনাকে রক্ষা করতে পর্তুগাল থেকে ১২ পর্তুগিজ এনে গেঁওখালির মীরপুর গ্রামে বসবাসের ব্যবস্থা করে দেন, সেই থেকেই তাঁদের বাস। তাদেরই বংশধর বাড়তে বাড়তে পুরো পাড়া ছড়িয়েছে। এবার এই ইতিহাস মিশ্রিত এই পর্তুগিজ গ্রামে রাত্রিযাপনে রোমাঞ্চকর অনুভুতি পর্যটকদের এক অন্য মাত্রা এনে দেবে বলেই আশাবাদী উদ্যোক্তারা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Christmas 2025: দিঘার কাছেই বড়দিন কাটান পর্তুগিজ পাড়ায়, তৈরি হচ্ছে হোম-স্টে! কড়া শীতে ঘুরে আসুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল