Snoring May Leads To Disease: নাক ডাকলে অন্যের ঘুমের ব্যাঘাত নয়, ডায়াবেটিস-সহ একাধিক ভয়ঙ্কর রোগ ঘিরে ধরে, নেমে আসে বড়সড় অঘটনও
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Snoring May Leads To Disease: নাক ডাকলে শুধুই ঘুমের ব্যাঘাত হয়না, ডায়াবেটিস-সহ একাধিক ভয়ঙ্কর রোগ বাসা বাঁধে শরীরে
advertisement
1/10

২০১৯ থেকে ২০১৩ পর্যন্ত ১৮ থেকে ৮০ বছরের ১,০১৫ রোগীদের উপরে রিসার্চ করে জানতে পারা গিয়েছে ঘুমের ঘোরে নাক ডাকা হাইপ্রেশার ও ডায়াবেটিসকে আরও ভয়ঙ্কর করে তুলতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/10
এই গবেষণায় জানতে পারা গিয়েছে অক্সিডেটিভ স্লিপ অ্যাপনিয়ার সরাসরি সম্পর্ক সুগার ও প্রেশারের সঙ্গে মেটাবলিক সিনড্রোম প্রভাবিত করে এটি প্রমাণিত ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/10
গবেষণা সূত্রে বলা যেতে পারে অতিরিক্ত মেদ-সহ বেশ কয়েকটি অন্য সমস্যার জন্ম দিতে পারে ৷ এর কারণেই হার্টের রোগ, স্ট্রোকও হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/10
আইআইটি ও দিল্লি হাসপাতালের যৌথ সমীক্ষায় চিকিৎসার টুলস তৈরি করা হয়েছে ৷ এরফলে ভবিষ্যতে দেশিয় প্রযুক্তিতে তৈরি অপারেশনের সামগ্রী দিয়েই চিকিৎসার সঙ্গে সঙ্গে অস্ত্রোপচারও করা সম্ভব হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/10
অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এক কমন রোগ, যা ঘুমের সময়ে শ্বাসনালী রোধ করতে পারে ৷ তার ফলে মুহূর্তেই শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/10
এরফলেই ঘুমের মধ্যে চরম ঘটনাটি ঘটতে পারে ৷ পল্মোনরি ক্রিকিট্যাল কেয়ার ও স্লিপ মেডিসিনের প্রধান অধ্যাপক অনন্তমোহন জানিয়েছেন জীবনশৈলীর পরিবর্তন, অস্ত্রোপচার, সিপিএপি অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/10
যখনই এই সমস্যা হয়ে থাকে দিনে ঘুম ঘুম ভাবের সঙ্গে দিনে ঘুম, ঘুমের প্রভাব বিগড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জোরে জোরে নাক ডাকা ইত্যাদি বক্ষ করা যায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/10
এএমএস ভোপালের বিশেষজ্ঞ চিকিৎসক একটি সমীক্ষা করে জানিয়েছেন অভিষেক গয়াল জানিয়েছেন এই রোগ সম্পর্কে মানুষ জানতে পারলেই সঠিক সময়ে চিকিৎসা করতে পারবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/10
চিকিৎসক সৌরভ মিত্তল জানিয়েছেন অবস্বেট্রেক্টিভ স্লিপ অ্যাপনিয়া হয়েছে কী এটি জানতে এক বছরে কমপক্ষে ৬০০ মানুষের উপরে টেস্ট করা হয়েছে ৷ তাঁদের ৯০ শতাংশেরই গম্ভীর রোগ রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/10
<strong>Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷</strong>
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Snoring May Leads To Disease: নাক ডাকলে অন্যের ঘুমের ব্যাঘাত নয়, ডায়াবেটিস-সহ একাধিক ভয়ঙ্কর রোগ ঘিরে ধরে, নেমে আসে বড়সড় অঘটনও