'বিষধর' সাপ পালাবে...! প্রাকৃতিক এই 'চন্দন' কাজ করে ম্যাজিকের মতো, আয়ুর্বেদের দুর্ধর্ষ 'টোটকা' আজই জানুন
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Snake Remedy: বিষধর হোক বা নির্বিষ, না জেনেই সাপ দেখলে হৃদকম্প শুরু হয়ে যায় অনেকেরই। গ্রাম বাংলার গাছ-গাছালি ঘেরা অঞ্চলে, চাষের জমিতে, জল জায়গায়, অন্ধকার ঝোপ ঝাড়ে লুকিয়ে থাকে বিষধর। এই ছোট্ট একটা কাজ করলে সাপ কিন্তু সহজেই পালিয়ে যাবে বলে দাবি করছে আয়ুর্বেদ। শুনতে যতই অবাক লাগুক, এই টোটকাটি দুর্দান্ত কার্যকরী।
advertisement
1/12

সাপের কথা ভাবলেই আমাদের বেশিরভাগেরই বুক কাঁপতে থাকে। বর্ষায় সাপের উপদ্রব বাড়লেও শীতের মরশুমে উষ্ণতার খোঁজে নিঃশব্দে ঘরে ঢুকে আসে সাপ। আচমকা ঘরের নাচ কানাচে সাপ দেখে আঁতকে উঠতে হয়।
advertisement
2/12
বিষধর হোক বা নির্বিষ, না জেনেই সাপ দেখলে হৃদকম্প শুরু হয়ে যায় অনেকেরই। গ্রাম বাংলার গাছ-গাছালি ঘেরা অঞ্চলে, চাষের জমিতে, জল জায়গায়, অন্ধকার ঝোপ ঝাড়ে লুকিয়ে থাকে বিষধর।
advertisement
3/12
গ্রামীণ এলাকায় বসবাসকারী লোকজন তাই সাপকে বেশি ভয় পান। বর্ষা ও শীতকালে সাপের হাত থেকে রক্ষা পেতে অনেকেই বিভিন্ন টোটকার প্রতিকার অনুসরণ করে থাকেন।
advertisement
4/12
তবে এই ছোট্ট একটা কাজ করলে সাপ কিন্তু সহজেই পালিয়ে যাবে বলে দাবি করছে আয়ুর্বেদ। শুনতে যতই অবাক লাগুক, এই টোটকাটি দুর্দান্ত কার্যকরী।
advertisement
5/12
আয়ুর্বেদ বিশেষজ্ঞরা বলেন, পানসার মূল বা শিকড়, গানেরু মূল এবং জিলেডু শিকড় নিয়ে নরম চন্দনের মতো পিষে সেই চন্দন পায়ের তলায় লাগালে যেখানে সাপ বেশি ঘোরাফেরা করে সেখানে দাঁড়ালে সাপ পালাতে বাধ্য।
advertisement
6/12
বিশেষজ্ঞরা বলছেন এই ধরণের শিকড়ের গন্ধ সাপকে সেই জায়গায় বেশিক্ষণ থাকতে বাধা দেয় না। যারা সাপকে ভয় পান তারা এটি করলে ভাল ফল পেতে পারেন।
advertisement
7/12
শুধু তাই নয়, সাপ পেঁয়াজ ও রসুনের গন্ধও সহ্য করতে পারে না। আশেপাশে সাপ থাকলে জোরে আওয়াজ করলেও সাপ পালিয়ে যেতে পারে।
advertisement
8/12
বিশেষজ্ঞদের মতে, আপনি যদি হঠাৎ চোখের সামনে সাপ দেখতে পান, আতঙ্কিত না হয়ে সময় মতো ব্যবস্থা গ্রহণ করে সহজেই সাপের কামড় এড়াতে পারেন।
advertisement
9/12
ফিল্ড ওয়ার্কারদের জন্য এর জন্য কিছু বিশেষ ধরণের জুতোও ইকমার্স ওয়েবসাইটগুলিতে পাওয়া যায়। ওই জুতো পরলে সাপের কামড়ের আশঙ্কা নেই।
advertisement
10/12
এছাড়াও সর্প বিশেষজ্ঞদের পরামর্শ, সাপ কেরোসিনের গন্ধ সহ্য করতে পারে না। সর্পগন্ধা ও ক্যাকটাস গাছের চাষ করেও সাপের কামড় এড়ানো যায়।
advertisement
11/12
যাদের বাড়ির আশেপাশে সাপের আনাগোনা বেশি এবং যাঁরা পুরনো বাড়িতে থাকেন তাঁরা এই পরামর্শগুলি কঠোরভাবে অনুসরণ করলে ভাল হয়। অ-বিষাক্ত সাপের সংখ্যা সাপের মধ্যে বিষধর সাপের চেয়ে বেশি। বিজ্ঞানীরা অবশ্য বলেন, ৮০ শতাংশ সাপই বিষহীন।
advertisement
12/12
ডিসক্লেইমার: এই খবরের সঙ্গে সম্পর্কিত তথ্য নিউজ 18 বাংলা নিশ্চিত করে না। বিশেষত আপনার সাধারণ জ্ঞান বৃদ্ধি করাই আমাদের এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য। আমরা বিভিন্ন নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে আপনার জন্য এই ধরনের তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। এই সংক্রান্ত চূড়ান্ত জ্ঞানের জন্য অবশ্যই বিশেষজ্ঞের মত নেওয়া কাম্য।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
'বিষধর' সাপ পালাবে...! প্রাকৃতিক এই 'চন্দন' কাজ করে ম্যাজিকের মতো, আয়ুর্বেদের দুর্ধর্ষ 'টোটকা' আজই জানুন