Snake: সাপ কেন মুখ থেকে হিস-হিস শব্দ বার করে? কারণ জানলে অবাক হবেন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
কানের কাছে হিস-হিস শব্দ! নিমেষে হাত-পা ঠান্ডা...আশপাশেই নির্ঘাৎ সাপ রয়েছে! কখনও ভেবে দেখেছেন, সাপ কেন হিস-হিস শব্দ করে?
advertisement
1/6

কানের কাছে হিস-হিস শব্দ! নিমেষে হাত-পা ঠান্ডা...আশপাশেই নির্ঘাৎ সাপ রয়েছে! কখনও ভেবে দেখেছেন, সাপ কেন হিস-হিস শব্দ করে?
advertisement
2/6
সাপ এমন একটি জীব, যা জিভের ব্যবহার না করেই হিস-হিস শব্দ করতে পারে। ওই শব্দটি শোনার পরই বুঝে যাওয়া যায়, আশপাশে কোনও সাপ আছে।
advertisement
3/6
বিশেষজ্ঞদের মতে, নিজের নিরাপত্তার জন্যই সাপ হিস-হিস শব্দ করে। অর্থাৎ, সাপ কোনও বিপদ আঁচ করতে পারলে হিস-হিস শব্দ শুরু করে
advertisement
4/6
বিপদ বুঝতে পারলে সাপ প্রথমে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। হয় কোনও গর্তে বা অন্য কোথাও পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপরেও যদি সে বিপদের আঁচ পেলে মুখ দিয়ে হিস-হিস শব্দ শুরু করে।
advertisement
5/6
বিশেষজ্ঞদের মতে, সাপ হিস-হিস করছে মানেই, সাপ আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। অর্থাৎ, ওই শব্দ আক্রমণের পূর্বাভাস বলেও ধরতে পারেন।
advertisement
6/6
সাপের শ্বাসযন্ত্রে গ্লটিস নামক একটি অংশ থাকে। ওই গ্লটিসের কারণেই সাপের মুখ থেকে হিস-হিস শব্দ নির্গত হতে থাকে।