Hot Chocolate Cup: জিভে জল আনা হট চকলেট কাপ! শীতে চাহিদা বাড়ছে, গরম গরম চুমুক দিতেই মিলছে শান্তি
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
এই চকলেট মুখে দিলে বদলে দেবে সব ধারণা, তরল চকলেট কাপ দারুণ চাহিদার সঙ্গে বিক্রি হচ্ছে উলুবেড়িয়ায়
advertisement
1/5

হট কেকের মত উলুবেড়িয়ায় দারুণ চাইদার সঙ্গে বিক্রি হচ্ছে হট চকলেট! এবারের উলুবেড়িয়া বই ও খাদ্য মেলায় আকর্ষণে 'হট চকলেট ' । হরেক খাবারের ভিড়ে রীতিমত এই ' হট চকলেট ' স্টলই সকলের নজর কাড়ছে। এই জিনিস সাধারণের মনে চকলেট ধারণাকেই বদলে দেবে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/5
ছোট-বড় সকলের প্রিয় চকলেট। কিন্তু এই চকলেট কি চোখে দেখেছেন? জিভি দিলে অন্য অনুভূতি। সেই সঙ্গে এই হট চকলেট কাপে চোখ জুড়ানো প্রেজেন্টেশন যা আরও বেশি আকর্ষিত করছে।তরল কালচে ব্রাউন চকলেটের উপর রঙিন উপকরণ দিয়ে সাজান, দেখেলে চেখে দেখার আগ্রহ জাগবে দারুন। তাতেই ক্রেতারা ভিড় জমাচ্ছে হট চকলেট স্টলে।
advertisement
3/5
এই হার কাঁপানো শীতে গরম চকলেট কাপে চুমুক দিতেই স্টলে ভিড় জমাচ্ছেন যুবক - যুবতী থেকে প্রায় সমস্ত বয়সের মানুষ। এবার রীতিমত চাহিদার সঙ্গে বিক্রি হচ্ছে হট চকলেট কাপ।
advertisement
4/5
স্টলে ফুটন্ত চকলেট সেই সুবাস, মেলায় আগত মানুষকে ভীষণ ভাবে আকৃষ্ট করছে। স্টলে সামনে সুন্দর ডেকোরেশন। ফোয়ারার মত তরল চকলেট ঝড়ে পড়ছে আটোমেটিক মেশিন থেকে। সেই দৃশ্য চোখে পড়লে চকলেট প্রিয় মানুষের জিভ জল আনবে।
advertisement
5/5
এখানে হট চকলেট আরও বেশি জনপ্রিয়তা হবার কারণ একদিকে যেমন অনেকের কাছে নতুন জিনিস। সেই সঙ্গে মাত্র ৫০ টাকার বিনিময়ে এক কাপ ক্রিম হট চকলেট মিলছে। বিক্রেতা অমিত বাগ জানান, কাপের সাইজ অনুযায়ী বিভিন্ন দাম রয়েছ। তবে এখানে পঞ্চাশ টাকার কাপ সব থেকে বেশি চাহিদা। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Hot Chocolate Cup: জিভে জল আনা হট চকলেট কাপ! শীতে চাহিদা বাড়ছে, গরম গরম চুমুক দিতেই মিলছে শান্তি