সাপের কামড়ের পর 'কোন' খাবার খেলে শরীরে বিষ ছড়িয়ে পড়ে না...? ভুলেও খাবেন না কোন 'জিনিসটা'? জানুন বিশেষজ্ঞের পরামর্শ
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Snake Bite: কেউ যখনই সাপের মুখে পড়েন, তখনই সেই জায়গা থেকে দ্রুত পালানোর চেষ্টা করেন অথবা ভয় পেতে শুরু করেন। কারণ সবাই ভাবেন এই প্রাণী কামড়ানোর পরে প্রাণে বাঁচা যায় না। কিন্তু সেই তথ্য কি সঠিক?
advertisement
1/14

সাপ এমন এক প্রাণী যার নাম শুনলেই আমাদের বুক কেঁপে ওঠে। শুনলেই অনেকেই ভয় পেয়ে যান। আর যখন আমাদের সামনে এসে পরে এই প্রাণীটি তখন প্রায় অজ্ঞান হওয়ার হাল হয়ে যায় ভয়ে।
advertisement
2/14
কেউ যখনই সাপের মুখে পড়েন, তখনই সেই জায়গা থেকে দ্রুত পালানোর চেষ্টা করেন অথবা ভয় পেতে শুরু করেন। কারণ সবাই ভাবেন এই প্রাণী কামড়ানোর পরে প্রাণে বাঁচা যায় না। কিন্তু সেই তথ্য কি সঠিক? AI Generated Representative Image
advertisement
3/14
আজ এই প্রতিবেদনে সাপের কামড় ও তার থেকে বাঁচার উপায় নিয়ে এমন কিছু জরুরি তথ্য ও সাপ সংক্রান্ত এমন কিছু সাধারণ জ্ঞান তুলে ধরা হল যা ব্যবহারিক জীবনে বেশ কার্যকর ভূমিকা রাখতে পারে।
advertisement
4/14
প্রথমেই জেনে নেওয়া যাক সাপে কামড়ালে কী করা উচিত এবং কী করা উচিত নয় সে সম্পর্কে। জেনে নেওয়া যাক আদৌ সাপ কামড়ালে মানুষের মৃত্যু ঝুঁকি ঠিক কতখানি। সাপ দেখলেই কী কী ফাস্টএইড জরুরি এখানে সেই সম্পর্কেও দেওয়া হল তথ্য। Image: News 18
advertisement
5/14
ভারতে অনেক ধরণের সাপ আছে। কিন্তু সেই সাপের মাত্র ২০ শতাংশই বিষাক্ত। প্রায়শই, সাপ 'শুকনো কামড়' দেয়, যার অর্থ বিষহীন কামড়। কিন্তু দুর্ভাগ্যবশত যদি আপনার 'ভেজা কামড়', বা বিষাক্ত কামড় হয়, তবুও আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।
advertisement
6/14
সাপে কামড়ানোর পর, একজন ব্যক্তি খুব ভয় পেয়ে যান, যার ফলে তাদের হৃদস্পন্দন বেড়ে যায় এবং বিষ দ্রুত সারা শরীরে ছড়িয়ে পড়ে। তাই সাপে কামড়ালে শান্ত থাকুন।
advertisement
7/14
যদি আপনি একা থাকেন, তাহলে অবিলম্বে ১০৮ বা ১১২ নম্বরে কল করুন। যদি আপনি একা না হন, তাহলে আপনার আশেপাশের লোকেদের সাহায্য নিন এবং যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে পৌঁছন।
advertisement
8/14
আপনাকে যে ধরণের সাপ কামড়েছে অথবা সাপের রঙ, দৈর্ঘ্য, ডোরাকাটা দাগ, ঘাড়ের রেখা ইত্যাদি সম্পর্কে তথ্য দিলে চিকিৎসা সহজ হয়। তাই চেষ্টা করুন এই বিষয়গুলিতে আলোকপাত করতে।
advertisement
9/14
ভারত সেরামস অ্যান্ড ভ্যাকসিনস লিমিটেডের ক্রিটিকাল কেয়ার অ্যান্ড ইমার্জেন্সি মেডিসিনের ভাইস প্রেসিডেন্ট চেতন রাজ সিং সাপের কামড়ের চিকিৎসা প্রোটোকলের ৩টি 'এ' বা পরামিতি উল্লেখ করেছেন।" তাঁর কথায়, "সাপের কামড় প্রতিরোধযোগ্য এবং গণসচেতনতা, আচরণগত পরিবর্তন আনা সাপের কামড়ের ঘটনা দেশে কমাতে বড় ভূমিকা পালন করতে পারে।" সাপের কামড়ের জন্য নিম্নোক্ত পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
advertisement
10/14
সারা শরীরে বিষ ছড়িয়ে পড়া রোধ করার জন্য লোকেরা আক্রান্ত স্থানের উপর একটি শক্ত দড়ি বা কাপড় বেঁধে রাখেন। এটি বিষকে খুব বেশি ছড়িয়ে পড়া থেকে বিরত রাখবে, তবে এটি করা বিপজ্জনকও হতে পারে। রক্ত সরবরাহের অভাবে এর ফলে অংশটির স্থায়ী ক্ষতি হতে পারে।
advertisement
11/14
আয়ুর্বেদিক বিশেষজ্ঞদের মতে, সাপে কামড়ানো ব্যক্তিকে অবিলম্বে ঘি খাওয়ানো উচিত এবং বমি করানো উচিত যাতে বিষ ভিতরে ছড়িয়ে না পড়ে। এছাড়াও, সাপে কামড়ানো ব্যক্তিকে ১০ থেকে ১৫ বার গরম খাবার দিয়ে বমি করাতে হবে।
advertisement
12/14
তবে বলা হয়, চা বা কফি সাপে কাটা রোগীকে পরিবেশন করা নিষিদ্ধ। কারণ এই ধরণের পানীয় খেলে উল্টো ফল হতে পারে। শরীরে বিষ দ্রুত ছড়াতে পারে যদি চা বা কফির মতো পানীয় খাওয়া হয়।
advertisement
13/14
এছাড়াও, সাপের বিষ শনাক্ত করার জন্য মানুষকে মরিচ বা লঙ্কা খাওয়ানো হয়। বলা হয় যদি সাপটি বিষাক্ত হয় তবে ব্যক্তি ঝাল স্বাদ পাবে না। যদি কেউ মরিচটিতে মশলাদার স্বাদ পান তবে তার অর্থ হয় সাপটি খুব একটা বিষাক্ত ছিল না। তবে, এটি কেবল অভিজ্ঞতার উপর ভিত্তি করে দেওয়া একটি টিপস।
advertisement
14/14
এই প্রতিবেদনটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। News18 বাংলা এর কোনও তথ্য সম্পর্কে নিশ্চিত করে না। এই সংক্রান্ত কোনও তথ্য গ্রহণ করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিতে ভুলবেন না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
সাপের কামড়ের পর 'কোন' খাবার খেলে শরীরে বিষ ছড়িয়ে পড়ে না...? ভুলেও খাবেন না কোন 'জিনিসটা'? জানুন বিশেষজ্ঞের পরামর্শ